ভাটেরা যুবসমাজ ইউএসএ’র উদ্যোগে নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্রে অবস্থানরত ভাটেরাবাসীদেরকে নিয়ে প্রথমবারের মত ইফতার ও দোয়া মাহফিল করেছে ভাটেরা যুব সমাজ। গত ২৭ মার্চ বুধবার সিটির ওজন পার্কের মদিনা পার্টি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হাফিজ শাহ আলমের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সুরমান ও ফয়ছলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বি হাজি আব্দুস ছমেদ সিদ্দিকী। এতে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি। বিশেষ অতিথি ছিলেন ভাটেরার বিশিষ্ট মুরব্বি শেখ আব্দুল মতিন (আলতা), জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার (একাংশ) সভাপতি এডভোকেট শাহিন কামালী, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেফাজ।
অনুষ্ঠানে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন কাজী মাওলানা শেখ সাইফুল আলম সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন আদনান বাশার তালুকদার নিজাম। এছাড়াও সিলেটি ভাষায় ছড়া আবৃত্তি করেন শাহ মিজানুর রহমান। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত এমপি ব্যারিষ্টার সুমনকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে ভাটেরার বয়োজ্যেষ্ঠ মুরব্বি হাজি শেখ আখদ্দছ আলী সিদ্দিকী, হাজী আবুল কালাম সিদ্দিকী. ম্যানহাটন মদিনা মসজিদের সেক্রেটারি এনায়েত হুসেন জালাল, কুলাউড়ার বিশিষ্ট মুরব্বি লুৎফুর রহমান চৌধুরী, আবুল খায়ের রেজাউল করিম রেনু, হাজি সুরুজ মিয়া, সাবু মিয়া, হেলিম উদ্দিন, শেখ লেবু মিয়া তালুকদার, ছিলিক মিয়া, আব্দুল জব্বার সিদ্দিকী, শামিম আহমদ, আফাজুর রহমান চৌধুরী ফাহাদ প্রমুখ সহ নিউইয়র্ক ও নিউজার্সীতে অবস্থানরত ভাটেরাবাসীরা উপস্থিত ছিলেন।
নিউইয়র্কে ভাটেরা যুবসমাজ’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৪, ০৩:২০ পিএম



প্রবাস রিলেটেড নিউজ

নিউইয়র্কে মুক্তিযোদ্ধা সমাবেশে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভাষণ

হিউম্যান রাইটস পিস্ত ফর বাংলাদেশের ঊদ্যগে সেমিনার ১১ মে রবিবার নিউইয়র্কে

বৈশাখীর হিরন্ময় সংগীত বিশ্ব বাঙালির মহামিলনের উৎস পালন করেছে বাংলাদেশ সোসাইটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা

নিউইয়র্ক সিটি থেকে বাফেলো যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ সানি সহ দুইজন নিহত

বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন শাহ নেওয়াজ!

বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে “Passport DC’s Embassy Tour -2025” অনুষ্ঠিত

নিউইয়র্ক সিটি হলে অটিজম সচেতনতায় বাংলাদেশি শিশুদের নিয়ে ‘ফটো প্রদর্শনী’

যুক্তরাষ্ট্রসহ ৮০ দেশে বাংলাদেশ মিশন, দূতাবাস ও কনস্যুলেটে সেবার নতুন ফি নির্ধারণ