হাকিকুল ইসলাম খোকন, 

অরল্যান্ডো শনিবার ,তেসরা মে : কি ফুল ফুটাবে তুমি হে বৈশাখ ? তোমার শাখায় সে কথা তুমিই  জানো , হয়তোবা তুমি জানোনা, তোমার প্রথম দিনে বিধাতার মৌন অনুরোধ পারেনা হেলিতে | তাই ঘুরে ঘুরে আসে, বারে বারে আসে চৈত্রের শেষে | বাঙালির সাংস্কিতিক ঐতিহ্য, আত্মপরিচয় আদিকাল থেকে এ ভূখণ্ডের মানুষদের ঐক্যবদ্ধ করেছে | যার রংধনু রস্মি ভৌগোলিক সীমা অতিক্রম করে বাঙালি নিয়ে গেছে দেশে দেশে | এ বৈশাখ সংগীত আজ বিশ্ব বাঙালির মহামিলন ও ঐক্যের উৎস যা, বাংলাদেশ সোসাইটি লালন করে আসছে দীর্ঘ উনিশ বছর ধরে | বাঙালির হাজার বছরের আত্মপরিচয়ের ঠিকানা তুলে ধরতে ,শিখরের খুসবু ছড়িয়ে দিতে নব আনন্দে নতুন বছরকে সকল বাঙালি এক মোহনায় উপনীত হয়েছে অরলান্ডোর 'আপনা' খ্যাত বৈশাখী চত্বরে | স্বদেশগত ভাবনায় উন্মন অধীর প্রাণের পরশ নিতে সবাই ছুঁটে এসেছে যুক্তরাষ্টে অংকিত দীর্ঘায়িত আলপনা কর্নারে |

এটা আমাদের গৌরব দীপ্ত সংকৃতির প্রজ্জল বীজপত্র  | যার স্রষ্টা শিল্পী সিনিগধা লিপি | এই ক্যানভাসের পাদদেশে দাঁড়িয়ে শিশু, কপোত কপোতীরা ছবি তোলার ভীড় জমিয়েছে রাত বারোটা পর্যন্ত | বিশাল চত্বরে তাবু টানিয়ে বসেছিল মেলা | প্রচুর শাড়ি চুড়ি কাপড় প্রসাধনী বিক্রী হয়েছে মধ্যে রাত পর্যন্ত | ছিল পান্তা ইলিশ , চটপটি , চা , মিষ্টি , পিঠা ,খাবারের রকমারি আয়োজন |

 

 

উচ্ছল আনন্দে আড্ডায় খাওয়ায় বিভোর হয়েছে আগতকরা | এদিকে অপরূপা বৈশাখী সাজে  আপনা অডিটোরিয়াম মঞ্চে সন্ধ্যা সাতটায় শুরু হয়েছে শিশুদের যেমন খুশী তেমন সাজো সবচেয়ে আকর্ষণীয় প্রতিযোগিতা | খবর বাপসনিউজ ।প্রত্যেকটি মা এনেছেন সন্তানদের সাজিয়ে | চিরন্তন বাংলার বধূ ,জামাই ,কৃষক , জেলে , ঘটক , শিক্ষক , বেদে কতকি | সবাইকে তাক লাগিয়ে  ঈশান (ঘটক )প্রথম হয়েছে , দ্বিতীয় হয়েছে আজান ( জেলে ), তৃতীয় হয়েছে হাফসা   (শিক্ষিকা } দর্শকদের নজর করেছে অতুলনীয় লাল শাড়ী সজ্জিত ক্ষুদে শিশু | বাদ্যযন্ত্র ঢোল বাঁশি প্ল্যাকার্ড নিয়ে লাল সাদা শাড়ী পরিহিতা বৈশাখী নারী ,পুরুষদের মিছিল প্রদক্ষিণ ছিল চিত্তাকর্ষক ও নূতনত্ব | 

 

মনখোরাকের মহৌষধ ছিল সংগীত সন্ধ্যা | এতে অংশ নেন অরল্যান্ডো , কিসিমি , টেম্পার শিল্পীরা | তবে গেস্ট আর্টিস্ট রুখসানা মির্জা ও প্রেমা রহমান ছিলেন অনন্যা | তাদের গানের মুগ্ধতায় দর্শককুল  বিমোহিত হয়েছে | সাড়া জাগানো রাফেল ড্রুতে প্রথম হয়েছে শোভন , দ্বিতীয় মিলু , তৃতীয় সাজিদ ( মেলবোর্ন )| যাদের অক্লান্ত পরিশ্রমে, পৃষ্ঠপোকতায় এই অনিন্দতম নবকিরণ বৈশাখ প্রজ্জ্বলিত হয়েছে তাদেরকে অভিনন্দন | 

 

বাংলাদেশ সোসাইটি অফ সেন্ট্রাল ফ্লোরিডার সভাপতি, সেক্রেটারি সহ অগণিত সভ্যদের বিরামহীন প্রচেষ্টায় বৈশাখীর এই স্বার্থক রূপায়ণ সেন্ট্রাল ফ্লোরিডা বাসীদের উদ্ভাসিত করবে অনাদিকাল | সমগ্র অনুষ্ঠানটি ছিল প্রবাসের আনন্দ উৎসবের বাতিঘর/