হাকিকুল ইসলাম খোকন,হিউম‍্যান রাইটস পিস্ত ফর বাংলাদেশের ঊদ‍্যগে সেমিনার  অনুষ্ঠিত হয়ে ১১ মে রবিবার নিউইয়র্কের বাংগালি অধ‍্যাশীত জ‍্যকালনা হাইটসের বাংলাদেশ প‍্যাজাঋ ।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হিউম‍্যান রাইটস পিস্ত ফর বাংলাদেশের  প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ ।এতে সকল প্রবাসীদের সাদর আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনের নিউইয়র্ক শাখার সভাপতি এ‍্যাডভোকেট জাকির এইচ মিয়া ও সাধারণ সম্পাদক এমআর রহমান কিবরিয়া ।