নিউইয়র্ক থেকে প্রকাশিত হলো আরো একটি নতুন সাপ্তাহিক। বাংলাদেশের স্বাধীনতা দিবস-২০২৪ ঘিরে ২৬ মার্চ পত্রিকাটির প্রথম সংখ্যা প্রকাশিত হয়। ‘নিউইয়র্ক সময়’ নামের নতুন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশ জাকারিয়া মাসুদ জিকো। এদিকে পত্রিকাটির প্রথম সংখ্যা বাজারে আসতে না আসতেই প্রধান সম্পদকের পদ ছেড়ে দিয়েছেন কবি ও সাংবাদিক দর্পন কবীর। পত্রিকাটি প্রকাশের ২ দিন পরই তিনি পদত্যাগ করেন বলে জানা গেছে। ঘটনাটি কমিউনিটিতে আলোচিত ঘটনায় পরিণত হয়েছে।
এ ব্যাপারে দর্পন কবীরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোন মন্তব্য নয়, শুধু এটকু বলতে পারি যে ব্যক্তিগত ও পারিবারিক কারনে ‘নিউইয়র্ক সময়’ ছাড়লাম। আমি সম্পাদক ও প্রকাশক জাকারিয়া মাসুদ জিকুকে টেক্স ম্যাসেজের মাধ্যমে আমার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছি।
উল্লেখ্য, জাকারিয়া মাসুদ জিকু নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকাল-এর প্রকাশক ও সম্পাদক ছিলেন। গত বছর এপ্রিল মাসে তিনি পত্রিকাটি বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজের কাছে বিক্রি করে দেন। এর প্রায় ১ বছর পর তিনি আবার এই নতুন পত্রিকা ‘নিউইয়র্ক সময়’ প্রকাশ করেছেন। আজকাল-এর আগে তিনি অধুনালুপ্ত সাপ্তাহিক এখন সময়-এর ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি নিউইয়র্ক থেকে সম্প্রতি প্রচারিত নতুন আইপি টিভি ‘আইবি টিভি’ এর স্বস্তাধিকারী এবং ইংরেজী ফ্যাশন সাময়িকী ‘কালার’এর সম্পাদক।
পদ ছেড়ে দিলেন দর্পন কবীর, সাপ্তাহিক ‘নিউইয়র্ক সময়’ প্রকাশিত
প্রকাশিত: ২৭ মে, ২০২৪, ০৭:৫২ পিএম



প্রবাস রিলেটেড নিউজ

নিউইয়র্কে মুক্তিযোদ্ধা সমাবেশে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভাষণ

হিউম্যান রাইটস পিস্ত ফর বাংলাদেশের ঊদ্যগে সেমিনার ১১ মে রবিবার নিউইয়র্কে

বৈশাখীর হিরন্ময় সংগীত বিশ্ব বাঙালির মহামিলনের উৎস পালন করেছে বাংলাদেশ সোসাইটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা

নিউইয়র্ক সিটি থেকে বাফেলো যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ সানি সহ দুইজন নিহত

বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন শাহ নেওয়াজ!

বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে “Passport DC’s Embassy Tour -2025” অনুষ্ঠিত

নিউইয়র্ক সিটি হলে অটিজম সচেতনতায় বাংলাদেশি শিশুদের নিয়ে ‘ফটো প্রদর্শনী’

যুক্তরাষ্ট্রসহ ৮০ দেশে বাংলাদেশ মিশন, দূতাবাস ও কনস্যুলেটে সেবার নতুন ফি নির্ধারণ