NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

বুবলীর হাতের কোন রান্না খেতে পছন্দ করেন শাকিব?


খবর   প্রকাশিত:  ২২ এপ্রিল, ২০২৪, ০৬:৪৮ পিএম

বুবলীর হাতের কোন রান্না খেতে পছন্দ করেন শাকিব?

বেশ কিছুদিন হলো আলোচনায় আছেন নায়িকা শবনম বুবলী। তবে যতটা না ঈদের সিনেমা নিয়ে তার চেয়ে বেশি তাঁর স্বামী চিত্রনায়ক ‘শাকিব খান’কে নিয়ে বিভিন্ন টক শোতে মন্তব্য করে। এবার ঈদকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানে হাজির হয়ে ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন বুবলী। একই সঙ্গে নায়কের প্রথম স্ত্রী ঢালিউড কুইন অপু বিশ্বাসকে নিয়েও মন্তব্য করেছেন।

ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন বুবলী।

 

সম্প্রতি নায়কের প্রথম স্ত্রী অপু বিশ্বাস একটি টক শো তে জানিয়েছেন―তাঁর হাতের মোরগ পোলাও খেতে পছন্দ করেন শাকিব খান। এবার অভিনেতার দ্বিতীয় স্ত্রী ও ছেলে বীরের মা বুবলী জানালেন তাঁর হাতের কোন খাবার পছন্দ করেন নায়ক। আরো জানালেন, চাইলে এক সপ্তাহের মধ্যে ওজন কমাতে পারেন শাকিব খান।

 

সম্প্রতি একটি বেসকরারি টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার সময় বুবলী বলেন, তরকারিতে লবণ কম হওয়ার জন্য স্বামী শাকিব খানের কাছ থেকে কখনো বকা খেতে হয়নি তাঁকে। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমার রান্না খুব পছন্দ করেন।’ এর পরই তাঁর কাছে জানতে চাওয়া হয়, তাঁর রান্না কোন খাবারটি প্রিয় নায়কের? জবাবে নায়িকা বলেন, হাঁসের মাংসটা অনেক পছন্দ করেন।

বুবলী আরো বলেন, ‘আমি একটা চিংড়ি ফ্রাই করি, সেটাও পছন্দ করেন।

আসলে উনি যখন খান, অনেক খেতে পছন্দ করেন। আবার যখন ডায়েট করছেন, তখন একদমই ক্রাশ ডায়েটে থাকেন। দেখা যায়, এক সপ্তাহের মধ্যেই ওজন কমাতে পারেন।’

 

এ ছাড়া ইন্ডাস্ট্রিতে গসিপ, ফিটনেস ও বিউটি মন্ত্রণালয়ের দায়িত্ব কাকে দেবেন, এমন প্রশ্নের জবাবে বুবলী বলেন, ‘চলার পথে অনেকে বাজেভাবে আক্রমণ করতে চায়। বাধা পাই।

যাদের সঙ্গে কখনো সমস্যা হয়নি, তারাও দেখি কথা বলে। এ ক্ষেত্রে আমার কাছে মনে হয়, নেতিবাচকতার বদলে কখনো নেতিবাচকতা ছড়াতে চাই না। আমি ইতিবাচকতা ছড়াতে চাই।’

 

এ নায়িকা বলেন, ‘ঘৃণা বা গসিপের পরিবর্তে আমি সেটা করতে চাই না। আমি ভালোবাসা ছড়াতে চাই। আর বিউটি অ্যান্ড গ্ল্যামারের ক্ষেত্রে এখন সবাই সচেতন। ফিটনেসের ক্ষেত্রে ফারিয়া, মীম ও আমি টুকটাক মেনে চলি। আসলে এমন অনেকেই আছে।’