NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

ফের বিতর্কে জড়ালেন রূপঙ্কর বাগচি


খবর   প্রকাশিত:  ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:৪৩ এএম

>
ফের বিতর্কে জড়ালেন রূপঙ্কর বাগচি

বিতর্ক পিছু ছাড়ছে না সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচির। কিছুদিন আগেই কেকে’র বিতর্কে জড়িয়েছিলেন। এবার তার বিরুদ্ধে উঠল গান চুরি করার।

উঠতি গায়িকা মনোরমা ঘোষাল কলকাতার একটি থানায় তার বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন। শুধু রূপঙ্করই নয়, সঙ্গীত আয়োজক পার্থ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও অভিযোগ এনেছেন মনোরমা।

মনোরমার দাবি, ২০২১ সালের নভেম্বরে তার সঙ্গে যোগাযোগ হয় পার্থ বন্দ্যোপাধ্যায়ের। যে গানটি নিয়ে অভিযোগ উঠেছে, সেই গানটি হলো, ‘সাগর তুমি কেন ডাকো’। এই গানের প্রথম ঝলক প্রকাশিত হয় গত নভেম্বরে। সেই সময় প্রথম কিস্তিতেই ১০ টাকা মনোরমা দিয়েছিলেন পার্থকে। এরপর গত ১২ই ডিসেম্বর গানটি মুক্তি পায় ইউটিউবে। সেই সময় ২৮ হাজার টাকা দিয়ে ওই গানটি পার্থ বন্দ্যোপাধ্যায়ের থেকে কিনেছিলেন বলে দাবি মনোরমার।

কিন্তু সপ্তাহখানেক আগেই নাকি তার গানটি ইউটিউব থেকে তুলে নেওয়ার কথা তাকে বলেন পার্থ। তিনি জানান যে এই গানটি নাকি রূপঙ্কর বাগচি গেয়েছেন। মনোরমার দাবি, এই বিষয়ে তিনি রূপঙ্কর বাগচির সঙ্গে কথাও বলেছেন। মনোরমার কথায়, এমন নীতি বিরুদ্ধ কাজ মেনে নিতে পারবেন না তিনি।

এ এক সংবাদমাধ্যমে রূপঙ্কর বলেন,আমি এমন অনেক অ্যালবামে গান করি। যে চ্যানেল থেকে এই গান মুক্তি পেয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করুন।

মনোরমার দাবি, ওই গানটির জন্য তার মোট ৪৮ হাজার টাকা খরচ হয়েছে। তার গানটি মুক্তি পেয়েছিল গত বছরের ডিসেম্বরে। আর ইউটিউবে দেখা যাচ্ছে যে রূপঙ্করের গানটি মুক্তি পেয়েছে গতকাল অর্থাৎ বুধবার। মনোরমার কথায়, এরপর থেকেই তার ইউটিউব চ্যানেলের গানটি উধাও হয়ে যায়। তিনি এও দাবি করেন যে তার চ্যানেলের সবকিছুই পার্থর জানা ছিল। পার্থই নিশ্চয় অবাঞ্ছিত কিছু করেছেন।

এ বিষয়ে পার্থের বক্তব্য, আইনত কোনোভাবেই মনোরমাকে ওই গান বিক্রি করা হয়নি। আমাকে উনি পাঁচ হাজার টাকা দিয়েছিলেন। বাকি টাকা যদি কাউকে দিয়ে থাকেন, আমি বলতে পারব না। উনি ভাল করে গানটি গাইতে পারেননি। তখন আমরা রূপঙ্করদার দ্বারস্থ হই। এখানে ওর (রূপঙ্কর) কোনো দোষ নেই।