৩০টি মন্দির ও সংগঠনের সনাতনীদের উপস্থিতি এবং সমর্থনের মাধ্যমে তাদের প্রাণের দাবি নিউইয়র্ক স্টেটে দিওয়ালি দিনটি স্কুল ছুটির দিন হিসেবে গণ্য করার জন্য নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে বিল উপস্থাপন করা হয়েছে। অ্যাসেম্বলিওমান জেনিফার রাজকুমার গত ২৪ জানুয়ারি স্টেট অ্যাসেম্বলিতে স্পিকারের কাছে A(628) বিলটি উপস্থাপন করেন।
বিলটি উপস্থাপন করার সময় নিউইয়র্কের সবচেয়ে বড় হিন্দুদের সংগঠন ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ, ইসকন, বাংলাদেশ হিন্দু মন্দির, ওঁম শক্তি মন্দির, মহামায়া মন্দিরসহ ৩০টি মন্দির এবং সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। বিলটি সম্পূর্ণ উপস্থাপন করার সাথে সাথে উপস্থিত সবার করতারি ও ‘দিওয়ালি ছুটির দিন’ স্লোগানে স্লোগানে অ্যাসেম্বলি মুখরিত হয়ে ওঠে।
স্পিকার হিন্দুদের আলবানিতে আসার জন্য ধন্যবাদ জানান।
পরে জেনিফার রাজকুমার বিলটি নিয়ে ইউনাইটেড হিন্দু অব ইউএসএ’র নেতৃবৃন্দের সাথে কথা বলেন। তিনি বলেন, আমি বিশ্বাস করি বিলটি শীঘ্রই পাস হবে এবং পরবর্তী স্কুল ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত হবে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক নিত্যানন্দ কিশোর দাস, টিম লিডার ও সংগঠক ভজন সরকার, টিম লিডার গোবিন্দ বানিয়া, সংগঠক রামদাস ঘরামী, সিনিয়র লিডার সুশীল সাহা, শংকর পারিয়াল, সিনিয়র লিডার বিষ্ণু গোপ, সুশীল সিনহা, সংগঠক উত্তম কুমার সাহা, বাবুল, ভবতোষ মিত্র, কৃষ্ণ সরকার প্রমুখ।
উল্লেখ্য, এই বিলটিতে নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এবং নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলের চ্যান্সেলর বিশেষভাবে সমর্থন দেন।
ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ’র নেতারা এই ঐতিহাসিক বিলটি উত্থাপনের জন্য জেনিফার রাজকুমার, নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এবং সিটি পাবলিক স্কুলের চ্যান্সেলর এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। নেতৃবৃন্দ আশা পোষণ করেন, বিলটি অচিরেই পাশ হবে এবং দিওয়ালি পাবলিক স্কুল হলিডে হিসাবে গণ্য হবে।
নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে দিওয়ালি ছুটির বিল
প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৪, ০২:০৫ পিএম



প্রবাস রিলেটেড নিউজ

নিউইয়র্কে মুক্তিযোদ্ধা সমাবেশে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভাষণ

হিউম্যান রাইটস পিস্ত ফর বাংলাদেশের ঊদ্যগে সেমিনার ১১ মে রবিবার নিউইয়র্কে

বৈশাখীর হিরন্ময় সংগীত বিশ্ব বাঙালির মহামিলনের উৎস পালন করেছে বাংলাদেশ সোসাইটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা

নিউইয়র্ক সিটি থেকে বাফেলো যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ সানি সহ দুইজন নিহত

বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন শাহ নেওয়াজ!

বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে “Passport DC’s Embassy Tour -2025” অনুষ্ঠিত

নিউইয়র্ক সিটি হলে অটিজম সচেতনতায় বাংলাদেশি শিশুদের নিয়ে ‘ফটো প্রদর্শনী’

যুক্তরাষ্ট্রসহ ৮০ দেশে বাংলাদেশ মিশন, দূতাবাস ও কনস্যুলেটে সেবার নতুন ফি নির্ধারণ