হাকিকুল ইসলাম খোকন,সিনিয়র প্রতিনিধিঃ বোষটনবাংলানিঊজ-এর সহযোগী সমপাদক ও নিউ ইংল্যান্ড মহিলা আওয়ামীলীগের সভাপতি ,নাসিম পারভীন পারু”র (৭০)বোস্টনের নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার ৭ এপ্রিল ২০২৪,বিকেলে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনের নিকটস্থ শহর ওয়েষ্ট রক্সবুরির নিজ বাড়ির দরজা ভেঙ্গে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। দীর্ঘদিন ধরে তিনি ওই বাড়িতে একাই বসবাস করতেন। তাঁর মৃত্যুর বিষয়টি বাপসনিউজকে নিশ্চিত করেছেন বোস্টনবাংলানিউজ এবং নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সাবের সভাপতি ওসমান গণি।
তিনি জানান, নাসিম পারভীন পারু”র ১ ছেলে ও ১ মেয়ে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের অন্যান্য শহরে থাকেন। উভয়ের ব্যস্ততার কারণে মাঝে মধ্যে মায়ের সাথে দেখা হত। সর্বশেষ মায়ের সাথে তাদের ফোনে কথা হয় গত বৃহস্পতিবার (২ এপ্রিল)। এরপর অনেক চেষ্টা করেও তারা আর মাকে ফোনে পাননি। এতে তাদের সন্দেহ হলে মঙ্গলবার বিকেলে ওয়েষ্ট রক্সবুরির বাসায় গিয়ে কলিং বেল টিপে এবং দরজায় ধাক্কা দিয়ে সাড়া না দিলে পুলিশে খবর দেন তাঁর ছেলে। পুলিশ এসে দরজা ভেঙ্গে নাসিম পারভীন পারু”র মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়। তিনি কবে, কখন এবং কীভাবে মারা গেছেন এ রিপোর্ট লেখা পর্যন্ত তা জানা যায়নি।
আওয়ামীলীগ নেতা ও সাংবাদিক ওসমান গণি জানান, নাসিম পারভীন পারু প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন। বেশ কয়েক বছর আগে জাতিসংঘের অধিবেশনের জন্য প্রধানমন্ত্রী নিউইয়র্কে এলে নাসিম পারভীন পারু”র সাথে দেখা হয়। উভয়ে আলিঙ্গন করে কুশল বিনিময় করেন। নাসিম পারভীন পারু প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বান্ধবী হলেও তাদের দেখা হয়েছিল ৩০ বছর পর।
বোস্টনে নাসিম পারভীন পারু সাবেক পররাষ্ট্র মন্ত্রী ড.একে আব্দুল মোমেন এমপি”র সাবেক স্ত্রী। তাঁদের বিবাহ বিচ্ছেদের পর তিনি ১ ছেলে ও ১ মেয়ে নিয়ে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের (বোস্টনের নিকটস্থ) ওয়েষ্ট রক্সবুরির বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করতেন। পরে ছেলেমেয়েরা চাকুরির জন্য অন্যান্য শহরে বসবাস শুরু করলে তিনি ওই বাড়িতে একাই থাকতেন।
নাসিম পারভীন পারু নিউ ইংল্যান্ড (বোস্টন) মহিলা আওয়ামীলীগের সভাপতি ছিলেন। এর আগে তিনি স্থানীয় আওয়ামীলীগের সহসভাপতি ও ছিলেন। তাঁর দেশের বাড়ি পাবনা জেলায়। বুধবার পুলিশের কাছ থেকে মরদেহ হস্তান্তরের পর তাঁর নামাজে জানাজা ও দাফনের ব্যবস্থা করা হবে বলে স্থানীয় মুসলিম কমিউনিটির নেতারা জানিয়েছেন। নাসিম পারভীন পারু”র মৃত্যুর খবরে বোস্টনের প্রবাসী বাংলাদেশিদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।১মে ২০২৪,বুধবার এ প্রতিনিধির সাথে শেষ কথা হয় ফোনে ।
নাসিম পারভীন পীরু”র প্রয়াণে সাংবাদিকদের পক্ষথেকে গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাপ্তাহিক জনমভুমির সম্পাদক রতন তালুকদার,বোস্টনবাংলানিউজ এর সম্পাদক মনডলীর সভাপতি ওসমান গনি, প্রধান সম্পাদক হাকিকুল ইসলাম খোকন, সম্পাদক সুহাস বডুয়া হাসু,সহযোগী সম্পাদক বিশজিত সাহা ও সামসুল আলম,এনজেবিডিনিউজ সম্পাদক মোঃনাসির,লেখক ও কবি এবিএম সালেহ উদ্দীন,প্রবাসীবাংলানিউজ সম্পাদক নুরুল আবেদীন,কটিয়াদিনিউজ সম্পাদক আয়েশা আকতার রুবী,আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ ।
বোস্টনবাংলানিঊজের সহযোগী সম্পাদক ও আওয়ামীলীগনেতা নাসিম পারভীন পারু”র প্রয়াণে সাংবাদিকদের শোক
প্রকাশিত: ১৪ মে, ২০২৪, ১২:০৮ পিএম



প্রবাস রিলেটেড নিউজ

নিউইয়র্কে মুক্তিযোদ্ধা সমাবেশে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভাষণ

হিউম্যান রাইটস পিস্ত ফর বাংলাদেশের ঊদ্যগে সেমিনার ১১ মে রবিবার নিউইয়র্কে

বৈশাখীর হিরন্ময় সংগীত বিশ্ব বাঙালির মহামিলনের উৎস পালন করেছে বাংলাদেশ সোসাইটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা

নিউইয়র্ক সিটি থেকে বাফেলো যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ সানি সহ দুইজন নিহত

বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন শাহ নেওয়াজ!

বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে “Passport DC’s Embassy Tour -2025” অনুষ্ঠিত

নিউইয়র্ক সিটি হলে অটিজম সচেতনতায় বাংলাদেশি শিশুদের নিয়ে ‘ফটো প্রদর্শনী’

যুক্তরাষ্ট্রসহ ৮০ দেশে বাংলাদেশ মিশন, দূতাবাস ও কনস্যুলেটে সেবার নতুন ফি নির্ধারণ