পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকী। চাঁদ দেখা সাপেবেক্ষ আগামী ১০ এপ্রিল বুধবার অথবা সোবার ঈদুল ফিতর। এবারের রোজা ৩০টি হলে এদিন ঈদুল ফিতর পালিত হবে। তাই ঈদের কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন প্রবাসী বাংলাদেশীর। নিউইয়র্কে বাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকা, জ্যাকসন হাইটস, ব্রুকলীন ও ব্রঙ্কসে চলছে ঈদের নতুন পোষাক আর ঈদ সংশ্লিষ্ট কেনাকাটা। ব্রঙ্কসের নাটোর শাড়ী ঘর আর নিউ প্রতিদিন ফ্যাশন, টাঙ্গাইল শাড়ী ঘর, নিশাত এলিগেন্ট নামের স্টোর সহ বিভিন্ন স্টোরে চলছে ঈদ সেল। এছাড়াও জ্যমাইকার স্থানীয় হিলসাইডস্থ আল হামরা, শাহ, তাবাসসুম ফ্যাশন প্রভৃতি ফ্যাশন, জ্যাকসন হাইটসের আইএসপি, রুকশানা ফ্যাশন, পারফেকশন ব্রাইডালস, অমিত ফেব্রিকস এন্ড শাড়ী হাউজ, সাওয়ারিয়া, লিপি ফ্যাশন, প্রভৃতি স্টোরগুলোতে দেদারছে চলছে ঈদের কেনা কাটা। অপরদিকে ফুটপাতের দোকানগুলোতেও বেচাকেনা জমে উঠেছে। টুপি-জায়নামাজ থেকে শুরু করে অন্যান্য সামগ্রী স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে এসব দোকোনে।
স্টোরগুলো সরজমিনে ঘুরে দেখা গেছে, স্টোরগুলোর ফটকে টাঙ্গানো রয়েছে আকর্ষনীয় ঈদ সেল নোটিশ। কোন কোন স্টোরে ২৫% থেকে ৫০% সেল চলছে। দিনের বেলায় এসব স্টোরগুলোতে তেমন ভীড় পরিলক্ষিত না হলেও বিকেলে বা ইফতারের পর সন্ধ্যায় গ্রহকদের বেশ ভীড় লক্ষ্য করা যাচ্ছে। আর এসব গ্রাহকদের মধ্যে নারী ও শিশু-কিশোর-কিশোরীরাই বেশী। দোকানীরা জানান, ঈদের কেনাকাটার জন্য অনেকে চাঁন রাতেরও অপেক্ষা করছে।
স্টোরগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, বরাবরের মতো এবছরও মেয়েদের প্রথম প্রছন্দ লেহেঙ্গা আর সালোয়ার-কামিজ, ছেলেদের প্রথম পছন্দ পাঞ্জাবী-পায়জামা। মেয়েদের মধ্যে কারো কারো পছন্দ কাজ করা শাড়ী। আবার কারো পছন্দ জামদানী। তবে এসব পোষক পছন্দ হলেও এসবের মধ্যে চাই নতুনত্ব। গ্রাহকদের কথা-চাহিদা ভেবে ফ্যাশন ডিজাইনাররাও তৈরী করেছেন নতুন নতুন ডিজাইনের পোষাক। স্টোরগুলোতে বাংলাদেশী পোষাকের পাশাপাশি পাকিস্তানী ও ভারতীয় পোশাকের বিপুল সমাহার দেখা যায়। দোকানীরা জানান, ঈদের কেনাকাটায় রয়েছে ফ্যাশানেবল জুতো, জুয়েলারী অলংকার, পারফিউম প্রভৃতি। তুলানামূলকভাবে ঈদ সামগ্রীর দাম গত বছরের চেয়ে খানিকটা বেশী।
বিভিন্ন স্টোরের মালিকগণ জানান ঈদ উপলক্ষ্যে কেনা-কাটা বেশ জমে উঠলেও চাঁন রাতে ঈদের কেনাকাটা তুঙ্গে উঠবে। এদিন থাকবে সর্বোচ্চ সেল। ক্রেতাদের সুবিধার্থে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮/৯টা পর্যন্ত খোলা রাখা হচ্ছে স্টোরগুলো। চাঁদ রাতেও স্টোরগুলো খোলা থাকবে বলে জানান তারা।
কেনাকাটায় ব্যস্ত নিউইয়র্কে প্রবাসীরা : নতুন পোশাকের সমাহার
প্রকাশিত: ০৫ এপ্রিল, ২০২৪, ০৯:৩৫ পিএম



প্রবাস রিলেটেড নিউজ

নিউইয়র্কে মুক্তিযোদ্ধা সমাবেশে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভাষণ

হিউম্যান রাইটস পিস্ত ফর বাংলাদেশের ঊদ্যগে সেমিনার ১১ মে রবিবার নিউইয়র্কে

বৈশাখীর হিরন্ময় সংগীত বিশ্ব বাঙালির মহামিলনের উৎস পালন করেছে বাংলাদেশ সোসাইটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা

নিউইয়র্ক সিটি থেকে বাফেলো যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ সানি সহ দুইজন নিহত

বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন শাহ নেওয়াজ!

বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে “Passport DC’s Embassy Tour -2025” অনুষ্ঠিত

নিউইয়র্ক সিটি হলে অটিজম সচেতনতায় বাংলাদেশি শিশুদের নিয়ে ‘ফটো প্রদর্শনী’

যুক্তরাষ্ট্রসহ ৮০ দেশে বাংলাদেশ মিশন, দূতাবাস ও কনস্যুলেটে সেবার নতুন ফি নির্ধারণ