বিশেষ প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান তাজউদ্দিন সিপিএ পিসি অফিস। গত ২৮ জানুয়ারি বিকেলে বাংলাদেশিদের বাণিজ্যিককেন্দ্র জ্যাকসন হাইটসের ৩৭-১১ ৭৪ স্ট্রিটের ২য় তলায় স্যুইট আর-১ এ মিলাদ ও দোয়া মাহফিলের পর ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে নতুন এ অফিসটি উদ্বোধন হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তাজউদ্দিন সিপিএ পিসি’র প্রেসিডেন্ট অ্যান্ড সিইও আবুনাসের তাজউদ্দিন, সিপিএ, এমএস। শুভেচ্ছা বক্তব্য রাখেন পাবনা সমিতি ইউএসএ’র সভাপতি আবু কামাল পাশা। এরপর প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট আবুনাসের তাজউদ্দিন, সিপিএ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে ফিতা কাটেন এবং উদ্বোধন ঘোষণা করেন। এর আগে তিনি আগত অতিথিদের স্বাগত জানান।
অনুষ্ঠানে উপস্থিত সুধীবৃন্দ প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করে বলেন, কমিউনিটির প্রত্যাশা নির্ভুল ট্যাক্স রিটার্নে সহায়তাসহ সংশ্লিষ্ট সকল সেবার নিশ্চয়তা থাকবে এই প্রতিষ্ঠা।
প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করে আবুনাসের তাজউদ্দিন বলেন, ‘কাস্টমার ফার্স্ট’ এ প্রত্যয়ে কমিউনিটির সেবায় কাজ করবে তার অফিস। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্রাহকদের সেবায় খোলা থাকবে অফিসটি। আর্থিক হিসাব-নিকাশ সংক্রান্ত যে কোন বিষয়ে তার সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন আবুনাসের তাজউদ্দিন, সিপিএ।
জ্যাকসন হাইটসে তাজউদ্দিন সিপিএ পিসি’র অফিস উদ্বোধন
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী, ২০২৪, ০২:০৩ এএম



প্রবাস রিলেটেড নিউজ

যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক পার্টির মে দিবস উদযাপন

নিউইয়র্কে মুক্তিযোদ্ধা সমাবেশে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভাষণ

হিউম্যান রাইটস পিস্ত ফর বাংলাদেশের ঊদ্যগে সেমিনার ১১ মে রবিবার নিউইয়র্কে

বৈশাখীর হিরন্ময় সংগীত বিশ্ব বাঙালির মহামিলনের উৎস পালন করেছে বাংলাদেশ সোসাইটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা

নিউইয়র্ক সিটি থেকে বাফেলো যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ সানি সহ দুইজন নিহত

বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন শাহ নেওয়াজ!

বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে “Passport DC’s Embassy Tour -2025” অনুষ্ঠিত

নিউইয়র্ক সিটি হলে অটিজম সচেতনতায় বাংলাদেশি শিশুদের নিয়ে ‘ফটো প্রদর্শনী’