কমিউনিটির ভালোবাসায় সিক্ত হলো নিউইয়র্ক থেকে পরিচালিত ও প্রকাশিত দুটি সংবাদমাধ্যম টাইম টেলিভিশন ও বাংলাপত্রিকা। টাইম টেলিভিশননের ৯বম ও বাংলাপত্রিকার ২৭তম বর্ষপূর্তি উদযাপনে এখানকার বাংলাদেশি কমিউনিটির মানুষেরা সমবেত হয়েছিলেন এক আনন্দ আয়োজনে।
নিউইয়র্কের উডসাইডে টিবেটান কমিউনিটি সেন্টারে এই আয়োজন বিকেল ৪টায় শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে। কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তাদের উপস্থিতি দিয়ে জানিয়ে দেন টাইম টেলিভিশন ও বাংলাপত্রিকার পাশে তারা রয়েছেন। একই সঙ্গে এই বর্ষপূর্তিতে কমিউনিটির প্রায় অর্ধশত ব্যক্তিত্বকে বিশেষভাবে সম্মানিত করে টাইম টেলিভিশন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মাননা তুলে দেন কংগ্রেসম্যান ও প্রতিনিধি সভায় ডেমোক্র্যাট দলের নেতা হাকিম জেফরিস। ইউএস কংগ্রেসে নিউইয়র্কের ৮ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধি তিনি। আরও উপস্থিত ছিলেন নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস। বক্তৃতায় হাকিম জেফরিস টাইম টেলিভিশনের উদ্বোধনী দিনের কথা স্মরণ করে বলেন, মাত্র ৯ বছরে প্রতিষ্ঠানটি কমিউনিটির গন্ডি ছাড়িয়ে বৃহত্তর পরিসরে ভূমিকা রাখতে পারছে। এটা গৌরবের। একই কথা উঠে আসে মেয়র এরিক অ্যাডামসের কণ্ঠেও।
অনুষ্ঠানমালার মাধ্যমেও ফুটিয়ে তোলা হয় এই কমিউনিটির উন্নয়নে টাইম টেলিভিশন ও বাংলাপত্রিকা কতটুকু ভূমিকা রাখতে পেরেছে তার নানা দিক। সম্পাদক ও সিইও আবু তাহের তার বক্তৃতায় তুলে ধরেন টাইম টেলিভিশন ও বাংলাপত্রিকার যাত্রাকালের নানা চড়াই উৎড়াই। এবং সামনে এগিয়ে চলার শপথ। বিশেষ করে কোভিড-১৯ এর অতিমারির সময়ে এই দুটি সংবাদমাধ্যমকে হাতিয়ার করে কমিউনিটিকে সর্বোচ্চ চেষ্টায় সহায়তা দিতে তারা পাশে ছিলেন সেটা উল্লেখ করেন আবু তাহের। একই সঙ্গে সেই প্রচেষ্টায় কমিউনিটির অনেককেই যেমন পাশে পেয়েছিলেন সেটাও কৃতজ্ঞতারা সাথে স্মরণ করেন তিনি। আর সে কারণেই এই বর্ষপূর্তির অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের সম্মানিত করা হয়।
দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এর পর বক্তৃতামালা, শুভেচ্ছাবার্তা ও বিভিন্ন উপস্থাপনা দিয়ে তা এগিয়ে যেতে থাকে। কংগ্রেসে ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস, মেয়র এরিক অ্যাডামস ছাড়াও এতে বক্তা ছিলেন ১৬ তম কংগ্রেসনাল ডিস্ট্রেক্টের কংগ্রেসম্যান জামাল বোমান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির নতুন প্রজন্মের তিন তরুণ মোটিভেশনাল স্পিকার প্রিসিলা, মরিয়ম মাসুদ ও ফাতিহা আয়াত। কি-নোট উপস্থাপন করেন নিউইয়র্কে মূলধারার রাজনীতিতে এগিয়ে যাওয়া বাংলাদেশি মেরী জোবায়দা, বক্তব্য রাখেন উগান্ডান বংশোদ্ভুত আমেরিকান রাজনীতিক জোহরান মামদানি।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা শেষ হয়।
কমিউনিটির ভালোবাসায় সিক্ত টাইম টেলিভিশন ও বাংলাপত্রিকা, ৫০ জন পেলেন সম্মাননা
প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০২ এএম



প্রবাস রিলেটেড নিউজ

নিউইয়র্কে মুক্তিযোদ্ধা সমাবেশে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভাষণ

হিউম্যান রাইটস পিস্ত ফর বাংলাদেশের ঊদ্যগে সেমিনার ১১ মে রবিবার নিউইয়র্কে

বৈশাখীর হিরন্ময় সংগীত বিশ্ব বাঙালির মহামিলনের উৎস পালন করেছে বাংলাদেশ সোসাইটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা

নিউইয়র্ক সিটি থেকে বাফেলো যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ সানি সহ দুইজন নিহত

বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন শাহ নেওয়াজ!

বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে “Passport DC’s Embassy Tour -2025” অনুষ্ঠিত

নিউইয়র্ক সিটি হলে অটিজম সচেতনতায় বাংলাদেশি শিশুদের নিয়ে ‘ফটো প্রদর্শনী’

যুক্তরাষ্ট্রসহ ৮০ দেশে বাংলাদেশ মিশন, দূতাবাস ও কনস্যুলেটে সেবার নতুন ফি নির্ধারণ