নিউইয়র্ক স্টেট এসেম্বলিম্যান জহরান মামদানির উদ্যোগে ও এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় থেংকস গিভিং ডে উপলক্ষে গত ১৩ নভেম্বর কম আয়ের মানুষের মধ্যে হালাল টার্কি বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে এস্টোরিয়ার ৩৬ এভিনিউ এর ৩০ স্ট্রিটে এ কর্মসূচি পালিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সোহেল আহমদ, সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন, উপদেষ্ঠা এমাদ চৌধুরী, চৌধুরী সালেহ, আব্দুর রহমান, দেওয়ান সাহেদ চৌধুরী, সৈয়দ মামুন, কোষাধ্যক্ষ এমদাদ রহমান তরফদার, মইনুল হক চৌধুরী, মো. সোলেমান, মো: মির্জা, মো হোসেন, শাহনুর কুরাইশি, মনসুর আহমদ চৌধরৌ, সহ অন্যান্য নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন স্টেট সেনেটার ক্রিস্টিন গাঞ্জালাজ অফিসের কমিউনিটি ডিরেক্টর অ্যাফেয়ার সোওনা মার্লোক।
জহরান মামদানী তার বক্তৃতায় গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবীতে বাংলাদেশী কমিউনিটিসহ সবাইকে সোচ্ছার হওয়ার আহবাণ জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন জানান, আগামী ১৮ নভেম্বর শনিবার দুপুর ২ :৩০ ঘটিকার ৩৬ এভিনিউ ৩০ ট্রিট এর মধ্যে দুইশত পরিবারের মধ্যে হালাল চিকেন ও গ্রশারি বিতরণ করা হবে।
নিউইয়র্কে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে হালাল টার্কি বিতরণ
প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৫, ০৫:২২ পিএম



প্রবাস রিলেটেড নিউজ

নিউইয়র্কে মুক্তিযোদ্ধা সমাবেশে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভাষণ

হিউম্যান রাইটস পিস্ত ফর বাংলাদেশের ঊদ্যগে সেমিনার ১১ মে রবিবার নিউইয়র্কে

বৈশাখীর হিরন্ময় সংগীত বিশ্ব বাঙালির মহামিলনের উৎস পালন করেছে বাংলাদেশ সোসাইটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা

নিউইয়র্ক সিটি থেকে বাফেলো যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ সানি সহ দুইজন নিহত

বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন শাহ নেওয়াজ!

বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে “Passport DC’s Embassy Tour -2025” অনুষ্ঠিত

নিউইয়র্ক সিটি হলে অটিজম সচেতনতায় বাংলাদেশি শিশুদের নিয়ে ‘ফটো প্রদর্শনী’

যুক্তরাষ্ট্রসহ ৮০ দেশে বাংলাদেশ মিশন, দূতাবাস ও কনস্যুলেটে সেবার নতুন ফি নির্ধারণ