নিউইয়র্ক : নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটের পরিচিত মুখ বাংলাদেশি মমতাজ উদ্দিন ভূইয়া (৭৫) মারা গেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাহি রাজিউন)। ১০ অক্টোবর সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায়ের জন্যে খামার বাড়ির বেসমেন্টে অবস্থিত মসজিদে যান মমতাজ। বাথরুমে ঢুকেছিলেন তিনি। কয়েক ঘণ্টা পর পুলিশ ডেকে দরজা ভেঙে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
কুমিল্লার চান্দিনার সন্তান মমতাজ ১৯৯১ সালে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। বাস করতেন জ্যাকসন হাইটসে নূর মোহাম্মদ বিশ্বাসের বেসমেন্টে। দেশে রয়েছে ৩ কন্যা ও স্ত্রী। বছরখানেক আগে দেশে গিয়েছিলেন। ফিরে আসার পর আর ঐ বেসমেন্টে উঠেননি। এক ধরনের মানসিক অস্থিরতায় ভোগছিলেন তিনি। রাত কাটাতেন অলি-গলিতে। দিনভর বাংলাদেশ স্ট্রিট তথা ৭৩ স্ট্রিটের ওপর অবস্থান করতে দেখা যায় তাকে।
পরিচিতজনেরা মনে করছেন, মাগরিবের নামাজের প্রাক্কালে ঐ মসজিদের বাথরুমে ঢুকেছিলেন হয়তো গোসল করার জন্যে। সেখানেই কীভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হতে মেডিকেল এক্সামিনারের দফতরে লাশ নেয়া হয় বলে জানান চান্দিনার সন্তান ওয়াসিমউদ্দিন ভূইয়া। বুধবার অপরাহ্নে ওয়াসিমউদ্দিন ভূইয়া আরো জানান, দেশে তার স্ত্রী-সন্তানদের সাথে কথা হয়েছে। সে অনুযায়ী লাশ দাফনের চেষ্টা চলছে বাংলাদেশ সোসাইটির গোরস্থানে। দাফন-কাফনের সমস্ত ব্যয়ভার চান্দিনাবাসী বহন করবে বলে জানিয়েছে। নূর মোহাম্মদ বিশ্বাসও তার অতি ঘনিষ্ঠজন হিসেবে মমতাজরের লাশ দাফনের ব্যয় বহন করার আগ্রহ প্রকাশ করেছেন।
নিউইয়র্কে বাংলাদেশি মমতাজরের লাশ উদ্ধার
প্রকাশিত: ০৩ জানুয়ারী, ২০২৪, ০৭:১৬ এএম



প্রবাস রিলেটেড নিউজ

যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক পার্টির মে দিবস উদযাপন

নিউইয়র্কে মুক্তিযোদ্ধা সমাবেশে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভাষণ

হিউম্যান রাইটস পিস্ত ফর বাংলাদেশের ঊদ্যগে সেমিনার ১১ মে রবিবার নিউইয়র্কে

বৈশাখীর হিরন্ময় সংগীত বিশ্ব বাঙালির মহামিলনের উৎস পালন করেছে বাংলাদেশ সোসাইটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা

নিউইয়র্ক সিটি থেকে বাফেলো যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ সানি সহ দুইজন নিহত

বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন শাহ নেওয়াজ!

বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে “Passport DC’s Embassy Tour -2025” অনুষ্ঠিত

নিউইয়র্ক সিটি হলে অটিজম সচেতনতায় বাংলাদেশি শিশুদের নিয়ে ‘ফটো প্রদর্শনী’