নিউইয়র্ক : নিউইয়র্কে হুমায়ূন আহমেদ সম্মেলন ও আন্তর্জাতিক বাংলা বইমেলা অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর শনিবার শো টাইম মিউজিকের আয়োজনে ও বাংলাদেশ রাইটার্স ক্লাবের ব্যবস্থাপনায় জামাইকাস্থ ‘দ্য ম্যারি লুইস একাডেমি’তে এই মেলা অনুষ্ঠিত হয়। দিনভর বৃষ্টি আর প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নিউইয়র্কে বসবাসরত ৫ শতাধিক প্রবাসী বাংলাদেশি এতে বিভিন্ন পর্বে অংশ নেন। এবারের মেলার প্রধান আর্কষন ছিলেন যাদু শিল্পী জুয়েল আইচ। রাত ১১টা অবধি তার সাথে প্যানেল আলোচনায় ছিলেন ছড়াকার লুৎফর রহমান রিটন, পূরবী বসু ও মাজহারুল ইসলাম।
গুণী ব্যক্তিত্ব জুয়েল আইচ তার গুরু গম্ভীর বক্তব্যের ফাঁকে ফাঁকে শ্রোতাদের কিছুটা হালকা করার জন্য যাদু দেখাচ্ছিলেন। আলোচনার শুরুতেই হল ভর্তি মানুষকে মনস্তাত্ত্বিক বক্তব্য দিয়ে আবেগ ও সম্মেহিত করে ভিন্ন মাত্রায় নিয়ে যান। এরপর হুমায়ূন আহমেদের সাথে দীর্ঘ স্মৃতি চারণ করেন।
এ সময় জাদুকর জুয়েল আইচ হুমায়ূনের ১৪ লাউ ও রশি লাগানো ৭ বোতল ওয়াইনের গল্প শোনালেন। তুলে ধরলেন, ৪২ রকমের মাছ দিয়ে মধ্যাহ্ন ভোজ কিংবা ডিনার করানোর স্মৃতি। একটি দেয়ালের ব্যবধানে তাদের বাস হলেও বেলকুনিতে নানা খুনশুটির গল্পের শেষ নেই। এমনই নানা স্মৃতিচারন নিয়ে জুয়েল আইচ ঘন্টাব্যাপী হুমায়ুনের কথা বলছিলেন। মানবিকতা ও সরলতায় কালজয়ী পাঠকপ্রিয় লেখকের কথা বলতে বলতে তিনি আবেগ প্রবন হয়ে উঠছিলেন। প্রসংগক্রমে টেনে আনছিলেন অভিনেতা হুমায়ুন ফরিদীর কথাও। যাদুকর অভিনেতা জুয়েল আইচ ফরিদীকে বিশ্বের অন্যতম সেরা অভিনেতা হিসেবে অবিহিত করেন। এ সময় হলের দর্শকরা করতালি দিয়ে তাকে সর্মথন করেন।
প্রবাসে বাংলা সাহিত্য ও সংস্কৃতির সাথে জড়িত অধিকাংশ মানুষই উপস্থিত ছিলেন মেলায়। উপস্থিত দর্শকরা রাইটার্স ক্লাব ও শো টাইম মিউজিকের হুমায়ূন সম্মেলন ও বই মেলার প্রসংসা করেন। বৈরি আবহাওয়াতেও পরিচ্ছন্ন একটি সম্মেলন উপভোগ করলো প্রবাসীরা। শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
যাদু শিল্পী জুয়েল আইচের যাদু ও হুমায়ূন গল্প
নিউইয়র্কে হুমায়ূন আহমেদ সম্মেলন ও আন্তর্জাতিক বাংলা বইমেলা
প্রকাশিত: ০৩ জানুয়ারী, ২০২৪, ০৭:১৪ এএম



প্রবাস রিলেটেড নিউজ

যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক পার্টির মে দিবস উদযাপন

নিউইয়র্কে মুক্তিযোদ্ধা সমাবেশে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভাষণ

হিউম্যান রাইটস পিস্ত ফর বাংলাদেশের ঊদ্যগে সেমিনার ১১ মে রবিবার নিউইয়র্কে

বৈশাখীর হিরন্ময় সংগীত বিশ্ব বাঙালির মহামিলনের উৎস পালন করেছে বাংলাদেশ সোসাইটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা

নিউইয়র্ক সিটি থেকে বাফেলো যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ সানি সহ দুইজন নিহত

বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন শাহ নেওয়াজ!

বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে “Passport DC’s Embassy Tour -2025” অনুষ্ঠিত

নিউইয়র্ক সিটি হলে অটিজম সচেতনতায় বাংলাদেশি শিশুদের নিয়ে ‘ফটো প্রদর্শনী’