নিউইয়র্কে বারী সুপার মার্কেটে চলছে সামার সেল, বিশেষ মুল্যহ্রাস। নিউইয়র্কে হোম কেয়ার সার্ভিসে জনপ্রিয় এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বারী হোম কেয়ার দীর্ঘদিন ধরেনিষ্ঠা এবং দক্ষতার সাথে কমিউনিটিতে অসুস্থ এবং প্রবীণদের হোম কেয়ার সেবা দিয়ে অর্জন করেছে সুনাম এবং আস্থা। হোমকেয়ার সেবার পাশাপাশি বারী হোম কেয়ার কমিউনিটিতে তাদের সেবা সম্প্রসারিত করার জন্য গড়ে তুলেছে বারী সুপার মার্কেট। ব্রঙ্কসের ক্যাসেলহিল এবং স্টারলিং এভিনিউয়ের কর্নারে মনোরম পরিবেশে বারী সুপার মার্কেট ফ্রেশ দেশীয় শাক সব্জি, হালালমিট, ফ্রেশ মাছ এবং সকল প্রকার ফ্রেশ দেশী গ্রোসারি আইটেম সরবরাহের কারনে ইতিমধ্যেই ব্রঙ্কসবাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে বারী সুপার মার্কেটে চলছে সামার সেল এবং বিশেষ মুল্যহ্রাস। একশ ডলারের বাজার করলে পাওয়া যাবে দশ ডলার ছাড়। বারী সুপার মার্কেট এর চেয়ারম্যান মুনমুন হাসিনা বারী বলেন, “আমাদের সমস্ত ক্রেতার কাছে আমরা কৃতজ্ঞ। আমরা সব সময়ই চেষ্টা করি আপনাদের আন্তরিক সেবা দিতে। আপনাদের পছন্দের সকল দেশীয় গ্রোসারি আইটেম, ফ্রেশ মাছ, শাক-সব্জি, হালাল মাংস এবং ঐতিহ্যবাহী বাংলাদেশি পিঠা, হালুয়াসহ সবকিছুই যেন অল্প সময়েই আপনারা বারী হোম কেয়ারে পেয়ে যান, সেদিকে লক্ষ রাখাই আমাদের নিরন্তর প্রচেষ্টা।” বারী সুপার মার্কেটে পাওয়া যায় বড়ই, আমড়া, বেলসহ সব ধরনের দেশীয় মৌসুমি ফল। এছাড়া আরও পাওয়া যায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী নানা রকম খাদ্য সামগ্রী। যেমন বগুড়ার প্রসিদ্ধ দই, পোড়াবাড়ির চমচম, মাতৃ ভান্ডারেরর সমালাইসহ দেশীয় ঐতিহ্যের খাবার। বারী সুপার মার্কেটে এমন দূর্লভ সব দেশীয় খাবার পাওয়া যায় যা অন্যান্য গ্রোসারিতে সহজলভ্য নয়। চেয়ারম্যান মুনমুন হাসিন আরও বলেন, “আমরা ফ্রেশ, দেশীয় ঐতিহ্যের খাবার সুলভে সহজলভ্য উপায়ে আমাদের ক্রেতাদের হাতে তুলে দেবার জন্য অক্লান্ত পরিশ্রম করছি। আমরা ইবিটি এবং সব ধরনের ক্রেডিট কার্ড গ্রহন করি।” বারী সুপার মার্কেটে ২৬ আগস্ট থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চলছে বিশেষ সামার সেল। তাই দেরী না করে আপনার প্রিয় দেশী পন্য এবং ফ্রেশ হালাল খাদ্য সামগ্রী স্বল্পমুল্যে পেতে আজই আসুন বারী সুপার মার্কেটে। প্রেস বিজ্ঞপ্তি