NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ১৭, ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র -ডোনাল্ড ট্রাম্প গাজায় বড় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও গভীর তুরস্ক-পাকিস্তান সম্পর্ক রোনালদোকে ছাড়া খেলতে নেমে এবার বড় ধাক্কা আল নাসরের ফিরছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা অভ্যুত্থানের ৯ মাস পরও বড় পরিবর্তন সহজ হচ্ছে না এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ স্বাগত জানাতে মেলোনিকে দেখে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান
Logo
logo

ট্রাম্প আলফা মেল হলে মোদি ওর বাবা : কঙ্গনা


খবর   প্রকাশিত:  ১৭ মে, ২০২৫, ১০:০৫ এএম

ট্রাম্প আলফা মেল হলে মোদি ওর বাবা : কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটূক্তি করে একটি পোস্ট করেছিলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিজেপির পক্ষ থেকে সেই পোস্ট মুছে ফেলতে বলা হয় তাকে; এরপর দুঃখপ্রকাশ করেন।

ভারতে আর অ্যাপ্‌লের জিনিস তৈরি করার দরকার নেই- সম্প্রতি এমন পরামর্শ অ্যাপ্‌‌লের এক কর্মকর্তাকে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর এতে রেগে যান অভিনেত্রী।

এক পোস্টে অভিনেত্রী লেখেন, ‘হঠাৎ ভালোবাসা কমে যাওয়ার (ভারতের প্রতি আমেরিকার) নেপথ্যে কী কী কারণ থাকতে পারে?’

 

এরপর মোদিকে পরোক্ষভাবে ট্রাম্পের বাবা বলে অভিহিত করে কঙ্গনা লেখেন, ‘ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হতে পারেন। কিন্তু সারা বিশ্বের সবচেয়ে প্রিয় নেতা হলেন ভারতের প্রধানমন্ত্রী। ট্রাম্প দ্বিতীয় দফার প্রেসিডেন্ট। আর মোদি তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন।

তবে নিঃসন্দেহে ট্রাম্প একজন আলফা মেল। কিন্তু আমাদের মোদি সব আলফা মেলের বাবা। আপনাদের কী মনে হয়?’

 

শুধু তাই নয়, ট্রাম্পের মন্তব্য কূটনৈতিক নিরাপত্তাহীনতা থেকে না কি ব্যক্তিগত ঈর্ষা থেকে? সেই প্রশ্নও পোস্টে তুলেছেন কঙ্গনা।

পরে সেই পোস্ট মুছে কঙ্গনা লেখেন, ‘শ্রদ্ধেয় জেপি নড্ডাজি আমাকে ফোন করে ট্রাম্পকে নিয়ে করা আমার পোস্টটি মুছে দিতে বলেছেন।

আমার ব্যক্তিগত মতামত এই ভাবে তুলে ধরার জন্য আমি অনুতপ্ত। নির্দেশ অনুযায়ী আমি সেই পোস্ট তৎক্ষণাৎ মুছে দিয়েছি।’

 

এই পোস্ট কঙ্গনা মুছে দেওয়ার আগেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাই পোস্ট মুছে দেওয়ার পরেও ভারতীয়দের কটাক্ষের শিকার হচ্ছেন তিনি।