NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

খুঁড়িয়ে চলছে সালমান খানের ‘সিকান্দার’


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৯ এএম

খুঁড়িয়ে চলছে সালমান খানের ‘সিকান্দার’

মুক্তির ১২ দিনেই খুঁড়িয়ে চলছে ‘সিকান্দার’ সিনেমা। এদিন ১ লাখও অতিক্রম করেনি সালমান খানের এ সিনেমার আয়। ফলে চলচ্চিত্র বিশ্লেষকরা একে ‘খুঁড়িয়ে চলা’র সঙ্গে তুলনা করছেন। অন্যদিকে শুরুর দিন মোটের উপর ভালোই ব্যবসা করল সানি দেওলের সিনেমা ‘জাঠ’।

মুক্তির পর ১২তম দিনে মানে বৃহস্পতিবার (১০ এপ্রিল) ‘সিকান্দার’ সিনেমাটি বক্স অফিসে মাত্র ৭৫ লাখ রুপি আয় করেছে। ফলে এদিনের আয়ের পর এ সিনেমার মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ১০৭ কোটি ৮৫ লাখ রুপিতে।

 

‘সিকান্দার’ মুক্তির পর প্রথম পাঁচ দিনে বক্স অফিসে ৯০ কোটি ২৫ লাখ রুপি ব্যবসা করেছে। প্রথম শুক্রবার বক্স অফিসে এটি ৩ কোটি ৫০ লাখ টাকা আয় করে। শনি এবং রবিবার সেই আয়ের পরিমাণ বেশ কিছুটা হলেও বেড়ে যথাক্রমে হয় ৪ কোটি এবং ৪ কোটি ৭৫ লাখ রুপি। দ্বিতীয় সোমবার আসতেই হুড়মুড়িয়ে কমে আয়। এদিন বক্স অফিসে ‘সিকান্দার’ মাত্র ১ কোটি ৭৫ লাখ টাকা আয় করেছে। দ্বিতীয় মঙ্গলবার সিনেমাটি ১.৫ কোটি রুপির ব্যবসা করেছে। বুধবার সেটা কমে হয় ১.৩৫ কোটি। বৃহস্পতিবার আরও কমে ১ লাখও ছাড়াল না সেই আয়ের পরিমাণ।

সানি দেওলের ‘জাঠ’ সিনেমাটি মুক্তির দিন অর্থাৎ প্রথম দিন বক্স অফিসে ৯ কোটি ৫০ লাখ রুপি ব্যবসা করেছে। যা সানি দেওলের শেষ মুক্তি পাওয়া ছবি ‘গদর ২’র প্রথম দিনের আয়ের তুলনায় অনেকটাই কম। কিন্তু আবার সালমানের সিনেমার সঙ্গে লড়াইয়ের তুলনায় এগিয়েই গেল প্রথম দিনের আয়ে।

 

‘সিকান্দার’ সিনেমাটি পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস। এই সিনেমায় সালমান খান ছাড়াও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, কাজল আগরওয়াল, শরমন যোশী, প্রতীক বব্বর প্রমুখ। গত ৩০ মার্চ, ঈদের আগের মুক্তি পেয়েছে সিনেমাটি।

 

 

 

সানি দেওলের ‘জাঠ’ সিনেমাটি গত ১০ এপ্রিল মুক্তি পেয়েছে। সিনেমাটি নির্মাণ করেছেন গোপী চাঁদ মালিনেনি। মাইথেরি মুভি মেকার্স প্রযোজনা সংস্থার পক্ষে এটি প্রযোজনা করেছে। সানি ছাড়াও মূল চরিত্রে এতে অভিনয় করেছেন রণদীপ হুডা, সাইয়মি খের আছেন।