আর্ন্তজাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, মঙ্গলবার রাতে পোল্যান্ডে পড়া ক্ষেপণাস্ত্রটি রাশিয়া থেকে নিক্ষিপ্ত হওয়ার আশঙ্কা কম। ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার বলার সময় এখনই কি না- ইন্দোনেশিয়ার বালিতে সাংবাদিকের এ প্রশ্নের জবাবে বাইডেন বলেন, প্রাথমিক তথ্য-প্রমাণে এতে সন্দেহ হয়। ক্ষেপণাস্ত্রটির গতিপথ তেমনটা বলে না। তবে নিশ্চিত হতে আমরা অপেক্ষা করব।

 

 

প্রাথমিক প্রতিবেদনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার দিকে ইঙ্গিত করা হলেও পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বলেছেন, কে দায়ী সে বিষয়ে কোনো ‘নিশ্চিত প্রমাণ’ নেই।

পোল্যান্ড ন্যাটোর দেশ হওয়ায় সেখানে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র পড়ার বিষয়টি বিশেষ উত্তেজনার সৃষ্টি করে। এ কারণে ইউক্রেন সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা নিয়ে কথাবার্তা চলে। কারণ, ন্যাটোর গঠনতন্ত্র অনুযায়ী এক সদস্য দেশের ওপর হামলা হলে জোটের ওপর আক্রমণ বিবেচনা করে সম্মিলিতভাবে তার জবাব দেওয়ার কথা।

মস্কো ওই বিস্ফোরণের দায় জোরের সঙ্গে অস্বীকার করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এ দাবি করা হবে ‘উত্তেজনা বৃদ্ধির লক্ষ্যে ইচ্ছাকৃত উসকানি’।

বালিতে জি-২০ সম্মেলনে যোগ দেওয়া বিশ্বনেতারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরের পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য বুধবার সকালে সম্মেলনের মূল সূচির বাইরে জড়ো হয়েছিলেন।

মঙ্গলবারই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে বড় টানা ক্ষেপণাস্ত্র হামলাগুলোর একটি চালায়। দেশের নানা প্রান্তের শহর এর শিকার হয়। রুশ সেনারা খেরসন ছেড়ে যেতে বাধ্য হওয়ার কয়েকদিন পর এ হামলা হলো।

রাজধানী কিয়েভ আক্রান্ত শহরগুলোর অন্যতম। সরকারি কর্মকর্তারা বলেছেন, অন্তত একজনকে মৃত পাওয়া গেছে।
সূত্র : বিবিসি