ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনায় এবার পাকিস্তানের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেখালো ভারত। দেশটি পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু পানিবণ্টন চুক্তি অবিলম্বে স্থগিত ও পাঞ্জাবের আটারি চেকপোস্ট অবিলম্বে বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা দিয়েছে। খবর বিবিসি বাংলার।

বুধবার (২৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তগুলোর কথা জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

 

কাশ্মীরে ওই হামলার পরিপ্রেক্ষিতে দিল্লিতে অবস্থিত পাকিস্তানের দূতাবাসের সামরিক পরামর্শদাতাদের অবাঞ্ছিত বলেও ঘোষণা দিয়েছে ভারত। তাদের এক সপ্তাহের মধ্যে দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছে মোদী প্রশাসন। এর পাশাপাশি ভারতও ইসলামাবাদে অবস্থিত তাদের দূতাবাস থেকে সেনা, বিমান ও নৌবাহিনীর পরামর্শদাতাদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া দুই দেশের দূতাবাসের সামরিক পরামর্শদাতাদের পাঁচজন করে কর্মীকেও নিজের দেশে চলে যেতে হবে বলে জানিয়েছেন বিক্রম মিশ্রি। তিনি আরও জানান, উভয় দেশের পরস্পরের রাজধানীতে অবস্থিত কর্মী সংখ্যা বর্তমানের ৫৫ থেকে কমিয়ে মে মাসের ১ তারিখের মধ্যে ৩০-এ নিয়ে আসতে হবে।

 

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সার্ক দেশগুলোর জন্য বরাদ্দকৃত বিশেষ ভিসা নিয়ে পাকিস্তানের নাগরিকরা আর ভারতে ভ্রমণ করতে পারবেন না। যারা এই ভিসায় বর্তমানে ভারতে রয়েছেন, তাদের ভিসাও বাতিল করা হচ্ছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে তাদের ভারত ছাড়তে বলা হয়েছে।

 

 

 

বুধবার ভারতের নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ কমিটি (ক্যাবিনেট কমিটি অন সিকিওরিটি বা সিসিএস) এক বৈঠকে বসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে হওয়া এই বৈঠকেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।