২০২৩ সালে জাপান নিম্ন জন্ম হারের নতুন রেকর্ড করেছে। সরকারি তথ্য অনুসারে, দেশটি নতুন শিশু জন্মের তুলনায় দ্বিগুণেরও বেশি মৃত্যুর রেকর্ড করেছে।
একই তথ্যে ১৯৩৩ সাল থেকে তাদের সর্বনিম্ন বিয়ের রেকর্ড রয়েছে।
মঙ্গলবার প্রকাশিত দেশটির প্রাথমিক সরকারি তথ্যে দেখা গেছে, ২০২৩ সাল জন্মহার টানা অষ্টম বছরে কমে ৭ লাখ ৭৫ হাজার ৬৩১ জনে নেমে এসেছে।
১৯৪৭ এবং ১৯৫৯ সালের মধ্যে যুদ্ধ-পরবর্তী বেবি বুম পিরিয়ডে জন্মের শীর্ষে ছিল জাপান। প্রতি বছর ২.৫ মিলিয়নেরও বেশি মানুষ জন্মগ্রহণ করে বলে তথ্যের দায়িত্বে থাকা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার জানান। ১৯৭১ থেকে ১৯৭৪ সালের মধ্যে দ্বিতীয় বেবি বুম পিরিয়ডে সময় জন্মের বার্ষিক সংখ্যা প্রায় দুই মিলিয়নে দাঁড়িয়েছিল বলে তিনি এএফপিকে বলেছেন।
২০২৩ সালে ৪ লাখ ৮৯ হাজার ২৮১টি বিবাহ নিবন্ধিত হয়েছিল দেশেটিতে। যা আগের বছরের তুলনায় ৫.৯ শতাংশ কম এবং প্রথমবারের মত তা অর্ধ মিলিয়নের নিচে ছিল। ১৯৩৩ সালের পর এই সংখ্যাটি সর্বনিম্ন।