NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

২০২৩ সালে জাপানে জন্মহার কমার নতুন রেকর্ড


খবর   প্রকাশিত:  ২৯ ফেব্রুয়ারী, ২০২৪, ০৮:০২ এএম

২০২৩ সালে জাপানে জন্মহার কমার নতুন রেকর্ড

২০২৩ সালে জাপান নিম্ন জন্ম হারের নতুন রেকর্ড করেছে। সরকারি তথ্য অনুসারে, দেশটি নতুন শিশু জন্মের তুলনায় দ্বিগুণেরও বেশি মৃত্যুর রেকর্ড করেছে।
একই তথ্যে ১৯৩৩ সাল থেকে তাদের সর্বনিম্ন বিয়ের রেকর্ড রয়েছে।

মঙ্গলবার প্রকাশিত দেশটির প্রাথমিক সরকারি তথ্যে দেখা গেছে, ২০২৩ সাল জন্মহার টানা অষ্টম বছরে কমে ৭ লাখ ৭৫ হাজার ৬৩১ জনে নেমে এসেছে।

অর্থাৎ ৫.১ শতাংশ কমেছে। মৃতের সংখ্যা ১৫ লাখ ৯০ হাজার ৫০৩ জন, যা দ্বিগুণেরও বেশি। যার অর্থ দাঁড়ায়, সামগ্রিক জনসংখ্যা ৮ লাখ ৩১ হাজার ৮৭২ হ্রাস পেয়েছে। এই সংখ্যা বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশকে নাটকীয়ভাবে জনসংখ্যাগত চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে।
এই সমস্যাগুলোর মধ্যে রয়েছে, কর্মী ঘাটতি এবং ৮০ বছরের বেশি বয়সী ১০ জনের মধ্যে একজনের জন্য স্বাস্থ্যসেবা প্রদান করা।

 

১৯৪৭ এবং ১৯৫৯ সালের মধ্যে যুদ্ধ-পরবর্তী বেবি বুম পিরিয়ডে জন্মের শীর্ষে ছিল জাপান। প্রতি বছর ২.৫ মিলিয়নেরও বেশি মানুষ জন্মগ্রহণ করে বলে তথ্যের দায়িত্বে থাকা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার জানান। ১৯৭১ থেকে ১৯৭৪ সালের মধ্যে দ্বিতীয় বেবি বুম পিরিয়ডে সময় জন্মের বার্ষিক সংখ্যা প্রায় দুই মিলিয়নে দাঁড়িয়েছিল বলে তিনি এএফপিকে বলেছেন।

 

২০২৩ সালে ৪ লাখ ৮৯ হাজার ২৮১টি বিবাহ নিবন্ধিত হয়েছিল দেশেটিতে। যা আগের বছরের তুলনায় ৫.৯ শতাংশ কম এবং প্রথমবারের মত তা অর্ধ মিলিয়নের নিচে ছিল। ১৯৩৩ সালের পর এই সংখ্যাটি সর্বনিম্ন।