রেড এলার্টের সন্ত্রাসীরা যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত দিয়ে অবাধে প্রবেশ করছে। তা নিয়ে হোমল্যান্ড সিকিউরিটি উদ্বেগ প্রকাশ করেছে। এ সব সন্ত্রাসীরা অভ্যন্তরীন নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তারা ধারণা করছেন গেল ২ বছরে হাজারেরও বেশি যুক্তরাষ্ট্রের ‘টেরোরিষ্ট ওয়াচলিস্টভূক্ত’ সন্ত্রাসীরা টেক্সাস, ক্যালিফোরনিয়া ও আরিজোনা সীমান্ত দিয়ে প্রবেশ করেছে। এরমধ্যে ২০২২সালের সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত সীমান্তে গ্রেফতার হয়েছে যুক্তরাষ্ট্রের তালিকাভূক্ত ১৬৯ জন সন্ত্রাসী। যারা ধরা পড়েনি তারা শহর থেকে শহরে ঘুরে বেড়াচ্ছে। তাদের ট্রেস করার সুযোগ নেই। মিশে গেছে সাধারন মানুষের ভেতর। অনায়াসেই তাদের সন্ত্রাসী কর্মকান্ডের শিকার হতে পারেন আমেরিকানরা। ২০২১ সালে ‘টেরোরিষ্ট ওয়াচলিস্টভূক্ত’ মাত্র ১৫ জন সন্ত্রাসী কাস্টমস এন্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) সদস্যদের হাতে গ্রেফতার হয়েছিল। এখন তা ১১ গুণ বেড়েছে।

কাস্টমস এন্ড বর্ডার প্রোটেকশনের কর্মকর্তারা বলছেন, গেল বছর সীমান্ত পথে ২০ লাখ মাইগ্রান্ট অবৈধভাবে প্রবেশ করেছে। তাদের মধ্যে কতজন সন্ত্রাসী ও ড্রাগ ডিলার তা বলা মুশকিল। সাধারন মানুষের সাথে মিশে তারা প্রবেশ করেছে। তবে ধারণা করা হচ্ছে তা সহ¯্রাধিকের ওপর। তারা আমেরিকান সোসাইটির জন্য মারাত্মক ক্ষতিকর। তাদের ট্রাকিং করা জরুরী। রিপাবলিকানরা বলছেন, প্রেসিডেন্ট বাইডেনের ‘ওপেন বর্ডার’ পলিসি আমেকিাকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। অথচ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জমানায় ২০১৭-২০১৯ সময় সীমায় মাত্র ১১ জন তালিকাভূক্ত সন্ত্রাসী সীমান্ত দিয়ে প্রবেশকালে গ্রেফতার হয়েছিল।