নেটফ্লিক্সে রিলিজ হয়েছে ইমতিয়াজ আলীর নতুন ছবি ‘অমর সিং চমকিলা।’ প্রয়াত পাঞ্জাবের জনপ্রিয় অকালপ্রয়াত সংগীতশিল্পী অমর সিং চমকিলার জীবনী নিয়ে নির্মিত এই ছবি। ট্রেলার এবং গান রিলিজের পরেই আলোচনায় চলে আসে ছবিটি।
অমর সিং চমকিলা, মাত্র ২৭ বছর বয়সে গুলি করে হত্যা করা হয়েছিল এই সঙ্গীতশিল্পীকে।
ছবিতে প্রয়াত গায়কের চরিত্রে অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ এবং তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। ১৯৮৮ সালের ৮ মার্চ চমকিলা এবং তাঁর স্ত্রী অমরজিত দুজনকেই আততায়ীরা পাঞ্জাবের মেহসামপুরে অনুষ্ঠানে গাড়ি থেকে নামার পথে গুলি করে হত্যা করে। এই হত্যাকাণ্ডে তাঁদের ব্যান্ডের আরও দুই সদস্য নিহত হন।
তামাশার পর নির্মাতা ইমতিয়াজ আলীর সেরা কামব্যাক যদি বলতে হয় তাহলে সেটা অবশ্যই ‘অমর সিং চামকিলা।’ তামাশার পর তাঁর ‘হ্যারি মেট সেজাল’, ‘লাভ আজকাল ২’ তারপর ওয়েব সিরিজ ‘শি’ অতটা দর্শকদের মাঝে সাড়া ফেলতে পারেনি। মূলত এই কাজগুলোতে দর্শক ইমতিয়াজ আলীকে ঐভাবে খুঁজে পায়নি।
ছবির মূল আকর্ষণ হচ্ছে এর গান। এ আর রহমানের সংগীত, ইরশাদ কামিলের গীত এবং ইমতিয়াজ আলীর চিত্রায়ণ; সবকিছু মিলেমিশে একাকার। দর্শকদের জন্য এইটা একটা স্পেশাল উপহারই বটে। চমকিলা এবং তাঁর স্ত্রী অমরজিতের অরজিনাল গানগুলোর পাশাপাশি এ আর রহমান দারুণ কিছু গান সুর করেছেন ছবিতে, যেগুলোও দর্শকপ্রিয়তা পাচ্ছে। দিলজিৎ দোসাঞ্জ অনবদ্য অভিনয় করেছে ছবিতে। তাঁর অভিনয় ছিলো পারফেক্ট, পাশাপাশি পরিণীতি চোপড়াও তাঁর চরিত্রে ঠিকঠাক ছিলো। ছবির টেকনিক্যাল দিক নিয়ে যদি বলা হয় তাহলে, সিলভেস্টার ফনসেকার চিত্রগ্রহণ খুব ভালো ছিলো। তাঁর দৃশ্যায়ন ছিলো দেখার মতো। আরতি বাজাজের সম্পাদনা খুবই শার্প এবং দৃশ্যের সাথে সামঞ্জস্য। তারপর সেট ডিজাইন, মেকআপ এবং কস্টিউম; সবকিছু যথার্থ।
ছবিটি বর্তমান সময়ের সাথেও বেশ সম্পর্কিত। ২০২২ সালে চমকিলার মতো একইভাবে পাঞ্জাবের আরেক তরুণ সঙ্গীতশিল্পী সিধু মুসেওয়ালাকে হত্যা করা হয় দিনেদুপুরে। আজও শিল্পীরা শতভাগ নিরাপদ নয়। আজকেও আর্ট, সংগীত কিংবা সংস্কৃতির নানা ইস্যুতে বাঁধার সম্মুখীন হতে হয় শিল্পীদের। ছবিতে এই বিষয়টাও দারুণভাবে উঠে এসেছে। সিনেমাপ্রেমীদের জন্য অবশ্যই দেখার মতোই একটি ছবি ‘অমর সিং চমকিলা।’