NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

সত্য ঘটনা অবলম্বনে নিখুঁত নির্মাণ ‘অমর সিং চমকিলা’


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৪, ০৬:২১ পিএম

সত্য ঘটনা অবলম্বনে নিখুঁত নির্মাণ ‘অমর সিং চমকিলা’

নেটফ্লিক্সে রিলিজ হয়েছে ইমতিয়াজ আলীর নতুন ছবি ‘অমর সিং চমকিলা।’ প্রয়াত পাঞ্জাবের জনপ্রিয় অকালপ্রয়াত সংগীতশিল্পী অমর সিং চমকিলার জীবনী নিয়ে নির্মিত এই ছবি। ট্রেলার এবং গান রিলিজের পরেই আলোচনায় চলে আসে ছবিটি।

অমর সিং চমকিলা, মাত্র ২৭ বছর বয়সে গুলি করে হত্যা করা হয়েছিল এই সঙ্গীতশিল্পীকে।

হয়তো তাঁকে নতুন প্রজন্ম চিনতে পারবে না। এবার এই ছবির সুবাদেই গোটা বিশ্বের সঙ্গে পরিচয় হবে প্রয়াত গায়ক অমর সিং চমকিলার। যদিও তাঁর গানগুলো অনেক জনপ্রিয়, এখনো অনেকে শুনে তবে জানে না এই গানগুলো চমকিলার। পাঞ্জাবের রকস্টার গায়ক অমর সিং চমকিলাকে নতুন করে জীবন্ত করবে এই ছবি।
দারিদ্র্যের ছায়া থেকে বেরিয়ে এসে, কীভাবে রকস্টার হয়ে উঠেছিলেন অমর সিং চমকিলা, এবং কিভাবে মারা গেলেন সবটা নিয়েই তৈরি চমকিলা।

 

ছবিতে প্রয়াত গায়কের চরিত্রে অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ এবং তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। ১৯৮৮ সালের ৮ মার্চ চমকিলা এবং তাঁর স্ত্রী অমরজিত দুজনকেই আততায়ীরা পাঞ্জাবের মেহসামপুরে অনুষ্ঠানে গাড়ি থেকে নামার পথে গুলি করে হত্যা করে। এই হত্যাকাণ্ডে তাঁদের ব্যান্ডের আরও দুই সদস্য নিহত হন।

তবে এই মামলার কোনো নিষ্পত্তি এখনও হয়নি এবং কাউকে গ্রেপ্তার করা হয়নি। এই হত্যাকাণ্ডের পেছনে শিখ জঙ্গিদের হাত রয়েছে বলে অভিযোগ আছে। অনেকে বলে চমকিলার সাফল্য অনেকে সহ্য করতে না পেরে এই কাজ করেছে, আবার এই থিওরিও রয়েছে যে তাঁর স্ত্রী অমরজিতের ফ্যামিলির হাত রয়েছে হত্যাকান্ডে!

 

1
‘অমর সিং চমকিলা’ একটি দৃশ্য

তামাশার পর নির্মাতা ইমতিয়াজ আলীর সেরা কামব্যাক যদি বলতে হয় তাহলে সেটা অবশ্যই ‘অমর সিং চামকিলা।’ তামাশার পর তাঁর ‘হ্যারি মেট সেজাল’, ‘লাভ আজকাল ২’ তারপর ওয়েব সিরিজ ‘শি’ অতটা দর্শকদের মাঝে সাড়া ফেলতে পারেনি। মূলত এই কাজগুলোতে দর্শক ইমতিয়াজ আলীকে ঐভাবে খুঁজে পায়নি।

তবে ‘অমর সিং চমকিলা’তে আবার সেই ইমতিয়াজ আলীকে খুঁজে পাওয়া যাবে। ছবির নির্মাণ দারুণ, ইমতিয়াজ আলী চিত্রনাট্যকে দারুণভাবে সাজিয়েছেন। গল্পটা শুরু হয় হত্যাকান্ডের মধ্যে দিয়ে এবং সেভাবে চলতে থাকে কিন্তু তাঁর মাঝামাঝি পুলিশ ও কিছু মানুষের সাথে কথোপকথন চলাকালীন চমকিলার জীবনের শুরু থেকে সম্পূর্ণ বিষয়গুলো উঠে আসে। পাশাপাশি আবার অনেক দৃশ্যের সাথে চমকিলার কিছু রিয়াল ফুটেজও চলে, যেটা খুব ইন্টারেস্টিং। ইমতিয়াজ আলীর এই মেকিং স্টাইলটা দর্শকরা বেশ উপভোগ করবে।

 

ছবির মূল আকর্ষণ হচ্ছে এর গান। এ আর রহমানের সংগীত, ইরশাদ কামিলের গীত এবং ইমতিয়াজ আলীর চিত্রায়ণ; সবকিছু মিলেমিশে একাকার। দর্শকদের জন্য এইটা একটা স্পেশাল উপহারই বটে। চমকিলা এবং তাঁর স্ত্রী অমরজিতের অরজিনাল গানগুলোর পাশাপাশি এ আর রহমান দারুণ কিছু গান সুর করেছেন ছবিতে, যেগুলোও দর্শকপ্রিয়তা পাচ্ছে। দিলজিৎ দোসাঞ্জ অনবদ্য অভিনয় করেছে ছবিতে। তাঁর অভিনয় ছিলো পারফেক্ট, পাশাপাশি পরিণীতি চোপড়াও তাঁর চরিত্রে ঠিকঠাক ছিলো। ছবির টেকনিক্যাল দিক নিয়ে যদি বলা হয় তাহলে, সিলভেস্টার ফনসেকার চিত্রগ্রহণ খুব ভালো ছিলো। তাঁর দৃশ্যায়ন ছিলো দেখার মতো। আরতি বাজাজের সম্পাদনা খুবই শার্প এবং দৃশ্যের সাথে সামঞ্জস্য। তারপর সেট ডিজাইন, মেকআপ এবং কস্টিউম; সবকিছু যথার্থ।

ছবিটি বর্তমান সময়ের সাথেও বেশ সম্পর্কিত। ২০২২ সালে চমকিলার মতো একইভাবে পাঞ্জাবের আরেক তরুণ সঙ্গীতশিল্পী সিধু মুসেওয়ালাকে হত্যা করা হয় দিনেদুপুরে। আজও শিল্পীরা শতভাগ নিরাপদ নয়। আজকেও আর্ট, সংগীত কিংবা সংস্কৃতির নানা ইস্যুতে বাঁধার সম্মুখীন হতে হয় শিল্পীদের। ছবিতে এই বিষয়টাও দারুণভাবে উঠে এসেছে। সিনেমাপ্রেমীদের জন্য অবশ্যই দেখার মতোই একটি ছবি ‘অমর সিং চমকিলা।’