দক্ষিণী সুপারস্টার অজিত কুমার বর্তমানে পেশাগত ও ব্যক্তিগত জীবনে দারুণ সফল। তবে এবার এক পুরনো প্রেমঘটিত বিতর্কে জড়িয়ে পড়লেন তিনি। তার সাবেক প্রেমিকা ও অভিনেত্রী হীরা রাজগোপাল সম্প্রতি এক ব্লগ পোস্টে তাদের সম্পর্ক ভাঙনের নানা অজানা তথ্য প্রকাশ করেছেন।

হীরা সরাসরি অজিতের নাম না নিলেও স্পষ্টভাবেই তাকে বিশ্বাসভঙ্গ, চরিত্রহনন এবং অপমানের অভিযোগে অভিযুক্ত করেছেন।

 

তিনি দাবি করেছেন, একসময় অজিত মেরুদণ্ডের সমস্যার অজুহাত দেখিয়ে ভুয়া অস্ত্রোপচার করেছিলেন। সেই সময়ে হীরা তার পাশে থেকে অনেক সাহায্য করেছিলেন।

ভদ্রবেশি অজিতের নারীদের প্রতি কোনো সম্মান নেই- এমন দাবি করে অভিনেতার একটি বক্তব্য তুলে ধরেছেন হীরা। অজিতের সেই বক্তব্যটি ছিল, ‘আমি এমন একজন মহিলাকে বিয়ে করব যাকে দেখতে কাজের মেয়ের মতো লাগবে, যেন কেউ তার দিকে ফিরেও না তাকায়। তখন আমি যার সাথে ইচ্ছা তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারব।’

 

প্রসঙ্গত, ‘কাধল কোট্টাই’ (এই সিনেমারই বাংলা রিমেক ফেরদৌস-প্রিয়াঙ্কার ‘হঠাৎ বৃষ্টি’) সিনেমার শুটিংয়ের সময় হীরা ও অজিতের প্রেমের সূত্রপাত হয়। পরে একাধিক প্রকল্পে একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের সম্পর্ক আরও গভীর হয়। তখন শোনা গিয়েছিল, অজিত হীরাকে বিয়ে করতে চেয়েছিলেন। তবে হীরার মায়ের আপত্তিতে সেই সম্পর্ক ভেঙে যায়।

বর্তমানে অজিত তার স্ত্রী শালিনির সঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন। তাদের দুই সন্তান, আনুশকা ও আদ্বিক। কিছুদিন আগে দাম্পত্য জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে অজিত-শালিনির উদযাপনের কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। বর্তমানে তারা দিল্লীতে রয়েছেন। ১ মে পদ্মভূষণ পদক গ্রহণ করবেন অজিত। সেজন্যই পরিবার নিয়ে রাজধানীতে পাড়ি দিয়েছেন।

অজিত এখন শুধু সিনেমায় নয়, রেসিং কার চালক হিসেবেও সাফল্যের স্বাক্ষর রাখছেন। তিনি নিজস্ব রেসিং টিম গড়ে তুলেছেন এবং ২৪-ঘণ্টার এন্ডুরেন্স রেস সিরিজে তিনটি আন্তর্জাতিক জয়ও পেয়েছেন।

 

 

 

তার শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গুড ব্যাড আগলি’। আদহিক রবিচন্দ্রন পরিচালিত এই ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে এবং ভক্তদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।