নিউইয়র্কে বাংলাদেশের বিশিষ্ট চিকিৎসক ডা. কামরুল ও ডা. রওনক চৌধুরীর সাথে বরুড়া উপজেলাবাসীর মতবিনিময়
প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৪৫ পিএম



নিউইয়র্কে বাংলাদেশের বিশিষ্ট চিকিৎসক ও সমাজ কর্মী ডা. কামরুল ইসলাম তালুকদার এবং ডা. রওনক আফরোজ চৌধুরীর সাথে যুক্তরাষ্ট্র প্রবাসী বরুড়া উপজেলাবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় ব্রঙ্কসের ওয়েস্টচেস্টার এভিনিউর ডা. আতাউল চৌধুরী তুষারের মেডিকেল অফিস মিলনায়তন এ সভার আয়োজন করে বরুড়া উপজেলা অ্যাসোসিয়েশন ইউএসএ।
আয়োজক সংগঠনের সভাপতি সুলেমান মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. বদরুল হক আজাদের পরিচালনায় সভায় অতিথিরা ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. আতাউল চৌধুরী তুষার, সহ সভাপতি মোঃ মমতাজ উদ্দিন, শাহিন আকতার চৌধুরী ও মনছুর আলী মিন্টু, সহ সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, কোষাধ্যক্ষ আব্দুর রশিদ ভূইয়া, সমাজ কল্যাণ সম্পাদক মইনুল ইসলাম মজুমদার, মহিলা সম্পাদিকা শাহানার মজুমদার, কমিউনিটি এক্টিভিস্ট মফিজ তালুকদার, আবু বকর, আজিজুর রহমান মজুমদার, সৈকত রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ডা. কামরুল ইসলাম তালুকদার ও ডা. রওনক আফরোজ চৌধুরী আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারা এলাকাসহ বাংলাদেশের সাধারণ মানুষের চিকিৎসক সেবা প্রদানসহ সমাজ কর্মে নিজেদের ভূমিকার কথা তুলে ধরেন। তারা বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে অবদানের জন্য প্রবাসীদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বরুড়া উপজেলা প্রবাসী বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ডা. কামরুল ইসলাম তালুকদার ও ডা. রওনক আফরোজ চৌধুরীর যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে বরুড়া উপজেলাবাসী এ মতবিনিময় সভার আয়োজন করে।
প্রবাস রিলেটেড নিউজ

নিউইয়র্ক সিটি থেকে বাফেলো যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ সানি সহ দুইজন নিহত

বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন শাহ নেওয়াজ!

বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে “Passport DC’s Embassy Tour -2025” অনুষ্ঠিত

নিউইয়র্ক সিটি হলে অটিজম সচেতনতায় বাংলাদেশি শিশুদের নিয়ে ‘ফটো প্রদর্শনী’

যুক্তরাষ্ট্রসহ ৮০ দেশে বাংলাদেশ মিশন, দূতাবাস ও কনস্যুলেটে সেবার নতুন ফি নির্ধারণ

নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে সম্ভাব্য প্রার্থী যারা

জেএসএফ সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটনের বাংলাদেশে সাংগঠনিক তৎপরতা

চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ সাধারন সভা অনুষ্ঠিত