নিউইয়র্কের কুইন্সের পানসি রেস্টুরেন্টে গত ১৫ মার্চ শনিবার অনুষ্ঠিত হয়ে গেলো চুরাশিয়ানদের ইফতার আয়োজন। এতে নিউইয়র্কে অবস্থানরত এসএসসি ১৯৮৪ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে বিপুল সংখ্যক ব্যাচমেটসহ তাদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে ইফতার আয়োজন সম্পন্ন হয়।
নর্থ আমেরিকা চুরাশিয়ান গ্রুপের প্রতিষ্ঠাতা শামস চৌধুরী রুশো-র আহবানে সাড়া দিয়ে বিকেল থেকেই চুরাশিয়ানরা হাজির হতে থাকেন। মুহূর্তের মধ্যে বিশাল মিলনমেলায় রুপ নেয়। অনেক বন্ধুকে একসাথে পেয়ে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়। দোয়ার পর ঐতিহ্যবাহী ইফতার সামগ্রী দিয়ে সকলে ইফতার সম্পন্ন করেন।
মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতেই আয়োজনে অংশগ্রহণের জন্য রুশো সকলকে ধন্যবাদ জানান। লজিষ্টিক সাপোর্টের জন্য আবুল ফজল দিদারুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। আলোচনায় অংশ নেন নাদির খান, মির্জা শওকত, শেখ ইয়াসমিন, নাসরিন চৌধুরী, কানিজ তাহমিনা, রাব্বি সাঈদ, মাহের আব্দুল্লাহ, হাসান মাহমুদ, মাসুদ ভূইঁয়া, দিদারুল ইসলাম, শেখ শাহিদ, শাহনাজ কাদির, সাবিরা করিম, জান্নাতুল ফেরদৌস সুরমা, সোহানা আহমেদ, হুমায়ুন কবির, কামরুল হাসান, শাহ মুজিবুর রহমান প্রমুখ।
আলোচনায় রমজানের সংযম ও আত্মশুদ্ধির শিক্ষাকে কাজে লাগিয়ে সহমর্মিতার মাধ্যমে পরিবার ও সমাজে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার প্রতি গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া, ১৯ জুলাই কানাডায় অনুষ্ঠিতব্য নর্থ আমেরিকা চুরাশিয়ান বার্ষিক মিলনমেলায় অংশগ্রহণ ও রেজিস্ট্রেশন বিষয়েও আলোচনা করা হয়।
সবশেষে সকলে মুসলিম উম্মাহসহ বিশ্ব মানবতার কল্যান কামনা করা হয়।
নিউইয়র্কে এসএসসি ১৯৮৪ ব্যাচ-চুরাশিয়ানদের ইফতার আয়োজন
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম



প্রবাস রিলেটেড নিউজ

নিউইয়র্ক সিটি থেকে বাফেলো যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ সানি সহ দুইজন নিহত

বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন শাহ নেওয়াজ!

বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে “Passport DC’s Embassy Tour -2025” অনুষ্ঠিত

নিউইয়র্ক সিটি হলে অটিজম সচেতনতায় বাংলাদেশি শিশুদের নিয়ে ‘ফটো প্রদর্শনী’

যুক্তরাষ্ট্রসহ ৮০ দেশে বাংলাদেশ মিশন, দূতাবাস ও কনস্যুলেটে সেবার নতুন ফি নির্ধারণ

নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে সম্ভাব্য প্রার্থী যারা

জেএসএফ সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটনের বাংলাদেশে সাংগঠনিক তৎপরতা

চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ সাধারন সভা অনুষ্ঠিত