NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১৬, ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
মায়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টা আফতাব প্রত্যাহার ঈদে সব পশুর হাটে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক বসবে : প্রাণিসম্পদ উপদেষ্টা মাউন্ট এভারেস্টে দুই পর্বতারোহীর মৃত্যু, একজন ভারতীয় এবার আমিরাতের সঙ্গে ২০ হাজার কোটি ডলারের চুক্তি করলেন ট্রাম্প ২২৫ রানের পুঁজি নিয়েও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের শিগগির বিয়ের পিঁড়িতে বসছেন ঋতাভরী ৭০ বছর বয়সে কান চলচ্চিত্র উৎসবে অনুপম খের সাম্য হত্যার আসামি গ্রেফতার করা পুলিশ টিম পেলো লাখ টাকা পুরস্কার ভাড়া কমানোর আহ্বান বেবিচকের, সায় দিলো এয়ারলাইনগুলো কাতারের বিমান উপহার: ট্রাম্পের সমালোচনা করছেন তার সমর্থকরাও
Logo
logo

এবারও বরাদ্দ কমেছে গৃহায়ণ ও গণপূর্তে


খবর   প্রকাশিত:  ০৭ জুন, ২০২৪, ০৭:১৯ পিএম

এবারও বরাদ্দ কমেছে গৃহায়ণ ও গণপূর্তে

জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের জন্য ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে ছয় হাজার ৯২৯ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরের সংশোধিত বাজেটে যার পরিমাণ ছিল সাত হাজার ২৫ কোটি টাকা। গত বছরের তুলনায় নতুন অর্থবছরের বাজেটে ৯৬ কোটি টাকা কম বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনায় এ তথ্য জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

 

মন্ত্রী বলেন, ‘মুজিববর্ষে দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না।’ মাননীয় প্রধানমন্ত্রীর এ অঙ্গীকার পূরণে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত আশ্রয়ণ ও গুচ্ছগ্রাম প্রকল্প এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে মোট পাঁচ লাখ ৭৮ হাজার ৩১২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।’

আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে নাগরিকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

রাজধানী ঢাকার অবকাঠামোগত মানোন্নয়নের উদ্দেশ্যে ২০২২-৩৫ মেয়াদে ডিটেইলড এরিয়ে প্ল্যান (ড্যাপ) বাস্তবায়নে কাজ চলছে। এ ছাড়াও চট্টগ্রাম, খুলনা, কক্সবাজারের ডিটেইলড এরিয়া প্ল্যানসহ মহাপরিকল্পনা প্রণয়েনর কাজও চলমান।’ 

 

মন্ত্রী আরো বলেন, ‘ঢাকা শহরের বেসরকারি ভবনসমূহের ভূমিকম্প ঝুঁকি নিরূপণ এবং রংপুর ও সিলেট সিটি করপোরেশন এলাকায় সংবেদনশীলতার ডাটাবেইস প্রস্তুতের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’