তিন ম্যাচের আনঅফিসিয়াল সিরিজের প্রথম দুই ওয়ানডের চারটি ইনিংসেই দলীয় সংগ্রহ ৩০০ ছাড়িয়ে গিয়েছিল। প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের ৩০১ রান তাড়া করে ৩ উইকেটে জিতেছিল বাংলাদেশ ইমার্জিং দল। আর দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার ৩৩২ রানের পিছু ধেয়ে মাত্র ১০ রানে হেরেছিল বাংলাদেশ।

সিরিজ ১-১ সমতায় থাকায় শেষ ওয়ানডে পরিণত হয় অঘোষিত ফাইনালে। আজ শুক্রবার সিরিজ নির্ধারণী ম্যাচে এসে আগে ব্যাট করে বাংলাদেশ পুঁজি পায় মাত্র ২২৫ রানের। আগের দুই ম্যাচ বিবেচনায় এই ম্যাচের স্কোরবোর্ডে এত কম রান দেখে হতাশ ছিলেন লাল-সবুজের ভক্তরা।

 

তবে দুর্দান্ত বোলিং আর ফিল্ডিংয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে বাংলাদেশই। দক্ষিণ আফ্রিকাকে ৩৪ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ ঘরে তুলেছে আকরব আলীর দল। বাংলাদেশের ২২৫ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা দল অলআউট হয়ে গেছে ৩৮.২ ওভারে মাত্র ১৯১ রানে।

 

শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪৫.৫ ওভারে ২২৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। স্বাগতিকদের হয়ে ৭৭ বলে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেন মিডলঅর্ডার মাহফুজুর রহমান রাব্বি। লোওয়ার অর্ডার রাকিবুল হাসান ৪২ বলে ৪০, অধিনায়ক আকবর আলী ৫১ বলে ৩৮ ও ওপেনার মাহফুজুল ইসলাম ৪৮ বলে ২৬ রান করেন।

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৩৪ বলে ৪০ রান করেন তিয়ান ফন ভুরেন। কোবানি মোকোইনা ৩৭, আন্দিলে মোকগাকানে ৩৫ ও জর্জ ভন হার্ডেন ৩৪ রান করেন।

বল হাতে বাংলাদেশের হয়ে ২৬ রানে ৪ উইকেট শিকার করেন রাকিবুল হাসান। দক্ষিণ আফ্রিকার হয়ে ২৮ রানে ৩ উইকেট নেন সেপো এনদোয়ানদা।