আজ ৭ জুন, ঐতিহাসিক ছয় দফা দিবস। ১৯৬৬ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাংলার মানুষের মুক্তির সনদখ্যাত ছয় দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ-আন্দোলনের সূচনা হয়। দিবসটি উদযাপনে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক কর্মসূচি ঘোষণা করেছে।
শুক্রবার সকাল সাড়ে ৬টায় ঢাকায় বঙ্গবন্ধু ভবন, কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করবে দলটি।
বঙ্গবন্ধু ১৯৬৬ সালের ১১ ফেব্রুয়ারি পশ্চিম পাকিস্তান থেকে ঢাকায় ফিরে ছয় দফার পক্ষে দেশব্যাপী প্রচারাভিযান শুরু করেন। বাংলার আনাচে-কানাচে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে জনগণের সামনে ছয় দফার প্রয়োজনীয়তা তুলে ধরেন। জনগণ ছয় দফা সম্পর্কে সম্যক ধারণা অর্জন করে এবং স্বতঃস্ফূর্ত সমর্থন জানায়। ছয় দফার প্রতি ব্যাপক জনসমর্থনে ভীত হয়ে সামরিক শাসক আইয়ুব খানের সরকার ১৯৬৬ সালের ৮ মে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। এর প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে বাংলার মানুষ।