NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ১৭, ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
মায়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টা আফতাব প্রত্যাহার ঈদে সব পশুর হাটে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক বসবে : প্রাণিসম্পদ উপদেষ্টা মাউন্ট এভারেস্টে দুই পর্বতারোহীর মৃত্যু, একজন ভারতীয় এবার আমিরাতের সঙ্গে ২০ হাজার কোটি ডলারের চুক্তি করলেন ট্রাম্প ২২৫ রানের পুঁজি নিয়েও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের শিগগির বিয়ের পিঁড়িতে বসছেন ঋতাভরী ৭০ বছর বয়সে কান চলচ্চিত্র উৎসবে অনুপম খের সাম্য হত্যার আসামি গ্রেফতার করা পুলিশ টিম পেলো লাখ টাকা পুরস্কার ভাড়া কমানোর আহ্বান বেবিচকের, সায় দিলো এয়ারলাইনগুলো কাতারের বিমান উপহার: ট্রাম্পের সমালোচনা করছেন তার সমর্থকরাও
Logo
logo

১৯ উপজেলায় ভোট স্থগিত


খবর   প্রকাশিত:  ২৭ মে, ২০২৪, ০৭:৫৪ পিএম

১৯ উপজেলায় ভোট স্থগিত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ১৯টি উপজেলার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার রাজধানীর নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিব জাহাংগীর আলম এ তথ্য জানান।

স্থগিত হওয়া ১৯টি উপজেলা হল- বাগেরহাট জেলার শরণখোলা, মোড়লগঞ্জ ও মোংলা, খুলনা জেলার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া, বরিশাল জেলার গৌরনদী ও আগৈলঝড়া, পটুয়াখালী জেলার সদর উপজেলা, দুমকী ও মির্জাগঞ্জ, পিরোজপুরের মঠবাড়িউয়া, ভোলার তজুমুদ্দিন ও লালমোহন, ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া, বরগুনার বামনা ও পাথরঘাটা এবং রাঙামাটির বাঘাইছড়ি। আগামী ২৯ মে উপকূলীয় এ উপজেলাগুলোর পাশাপাশি ১০৯ উপজেলায় তৃতীয় ধাপের ভোট আয়োজনের দিনক্ষণ নির্ধারিত ছিল।

 

১৯ উপজেলার ভোট স্থগিতের ঘোষণা দিয়ে ইসি সচিব বলেন, আগামী ২৯ মে তৃতীয় ধাপে ১০৯ উপজেলায় ভোটগ্রহণের প্রস্তুতি ছিল। গতকাল বিকেলে ঘূর্ণিঝড় রিমালেত প্রভাবে কয়েকটি এলাকায় জলচ্ছ্বাসের পানি প্রবেশ করেছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। এমতাবস্থায় জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কমিশন ১৯ উপজেলার ভোট স্থগিত করেছে। এর মধ্যে উপকূলীয় ১৮টি আরেকটি পার্বত্য জেলায়।

 

তিনি জানান, এই ১৯টি উপজেলায় বৃষ্টি এবং জলাবদ্ধতা রয়েছে। স্থানীয় মাঠ প্রশাসনের সুপারিশের ভিত্তিতে এসব উপজেলার ভোট স্থগিত করা হয়েছে। বাকি ৯০টি উপজেলায় আগামী ২৯ তারিখ ভোট অনুষ্ঠিত হবে। এসব উপজেলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে যদি জলাবদ্ধতা ও যোগাযোগ বিঘ্ন ঘটে, তবে সে পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

আমরা সবগুলো উপজেলায় যোগাযোগ রাখছি।

জিবি নিউজ24ডেস্ক//