NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ১৭, ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
মায়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টা আফতাব প্রত্যাহার ঈদে সব পশুর হাটে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক বসবে : প্রাণিসম্পদ উপদেষ্টা মাউন্ট এভারেস্টে দুই পর্বতারোহীর মৃত্যু, একজন ভারতীয় এবার আমিরাতের সঙ্গে ২০ হাজার কোটি ডলারের চুক্তি করলেন ট্রাম্প ২২৫ রানের পুঁজি নিয়েও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের শিগগির বিয়ের পিঁড়িতে বসছেন ঋতাভরী ৭০ বছর বয়সে কান চলচ্চিত্র উৎসবে অনুপম খের সাম্য হত্যার আসামি গ্রেফতার করা পুলিশ টিম পেলো লাখ টাকা পুরস্কার ভাড়া কমানোর আহ্বান বেবিচকের, সায় দিলো এয়ারলাইনগুলো কাতারের বিমান উপহার: ট্রাম্পের সমালোচনা করছেন তার সমর্থকরাও
Logo
logo

এমপি আনার হত্যা : ডিবি কার্যালয়ে কলকাতা পুলিশের তদন্ত টিম


খবর   প্রকাশিত:  ২৪ মে, ২০২৪, ০২:১২ পিএম

এমপি আনার হত্যা : ডিবি কার্যালয়ে কলকাতা পুলিশের তদন্ত টিম

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনা তদন্ত করতে ঢাকায় এসেছে কলকাতা পুলিশের চার সদস্যের একটি বিশেষ দল।

আজ বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় তারা রাজধানীর মিন্টুরোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে যান। সেখানে ডিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। একই সঙ্গে ডিবির কাছে গ্রেপ্তার থাকা হত্যা মামলার আসামিদের সঙ্গেও কথা বলেন তারা।

 

 

বৈঠক শেষে রাত সাড়ে ৯টার দিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, ‘আমাদের কাছে যেসকল আসামিরা আছে তাদের সঙ্গে কলকাতা পুলিশের প্রতিনিধি দল কথা বলেছে। আসামিরা যেসকল তথ্য আমাদের কাছে দিয়েছে একই তথ্য তাদেরকে দিয়েছে।’

 

তিনি আরো বলেন, ‘আসামিদের বক্তব্য তারা শুনেছেন। পাশাপাশি ওই দেশে যারা গ্রেপ্তার হয়েছে তাদের মাধ্যমে কলকাতা পুলিশ অবিলম্বে ভুক্তভোগীর ডেডবডির বিভিন্ন অংশ উদ্ধারের চেষ্টা করছেন।

শিগগিরই এ বিষয়ে তদন্ত অগ্রগতি হবে বলে।’