NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১৯, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
নির্বাচন ডিসেম্বরেই হতে পারে তবে জুনের পরে নয় : প্রধান উপদেষ্টা নিউইয়র্কে ব্রুকলিন ব্রিজে জাহাজের ধাক্কায় নিহত ২, আহত ১৯ ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ হতেই গাজা-ইয়েমেনে ইসরায়েলি হামলা জোরদার বিমানবন্দরে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক টাইব্রেকারে হেরে বাংলাদেশের যুবাদের কান্না ৯ মাসে জুলাই যোদ্ধাদের ওপর ৩৮ হামলা, নিহত ২ : বাংলাফ্যাক্ট সৌদি পৌঁছেছেন ৪৯১০৩ হজযাত্রী, আরও একজনের মৃত্যু ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর: কূটনীতির আলোচনায় উপেক্ষিত মানবাধিকার আরব আমিরাতকে হারিয়ে সিরিজে শুভ সূচনা টাইগারদের মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা
Logo
logo

সিনেপ্লেক্সে দর্শক চাপে শো বাড়লো ‘রাজকুমার’-এর


খবর   প্রকাশিত:  ১৪ এপ্রিল, ২০২৪, ০৭:৪৭ পিএম

সিনেপ্লেক্সে দর্শক চাপে শো বাড়লো ‘রাজকুমার’-এর

সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি সিনেপ্লেক্সেও রাজত্ব করছে সুপারস্টার শাকিব খানের ছবি 'রাজকুমার'। মুক্তির দুদিনের মধ্যে দর্শক চাহিদা তুঙ্গে থাকায় ছবিটির শো বাড়লো। সিনেপ্লেক্সের সবগুলো শাখায় ঈদের দিন ১৩ শো নিয়ে যাত্রা শুরু করে ‘রাজকুমার।’ দর্শকদের সাড়ায় দুদিনের মধ্যে শো বেড়ে দাঁড়ালো ১৭টি।

 

জানা যায়, সিনেপ্লেক্সের সনিতে ১টি, বঙ্গবন্ধু মিউজিয়ামে ২টি রাজশাহীতে নতুন করে ১টি শো বেড়েছে। এছাড়া অগ্রিম টিকেট বুকিংয়েও এগিয়ে রাজকুমার। ঈদের প্রথম ও দ্বিতীয়দিন সবগুলো শো হাউজফুল গেছে। সিনেপ্লেক্সের ওয়েবসাইট ও সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাজকুমার খুব ভালো যাচ্ছে এবং অগ্রিম টিকেট বিক্রি হচ্ছে।

শনিবার বসুন্ধরা এবং সনি শাখায় রাজকুমারের টিকেট অগ্রীম অলমোস্ট সোল্ড আউট। পহেলা বৈশাখের দিনে (১৪ এপ্রিল) ৭০ শতাংশ অগ্রীম টিকেট অলরেডি বিক্রি হয়ে গেছে।

 

‘রাজকুমার’ ছবির প্রযোজক ও ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনানও জানিয়েছেন, প্রথমদিনে সারাদেশে থেকে অনেক ভালো রেসপন্স পাচ্ছি। আমাদের বিশ্বাস এটা আরও বাড়বে।

সবশ্রেণির দর্শক রাজকুমারকে আপন করে নেবেন।

 

দেশের ১২৫টির মতো সিনেমা হলে ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে ‘রাজকুমার’। জানা যায়, ২১০ টি সিনেমা হলের মধ্যে শাকিবের এই ছবি রেকর্ড পরিমাণ রেন্টালে চারভাগের প্রায় তিনভাগ হল পেয়েছে। এতে করে রেকর্ড কয়েক কোটি টাকা বুকিং মানি (টেবিল কালেকশন) তুলেছে।

প্রিয়তমা’খ্যাত নির্মাতা হিমেল আশরাফের পরিচালনায় শাকিব খান ছাড়াও রাজকুমার ছবিতে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি, তারিক আনাম খান, ডাক্তার এজাজ, এরফান মৃধা শিবলু, আনোয়ার, দিলারা জামান প্রমুখ।