NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১৮, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
৯ মাসে জুলাই যোদ্ধাদের ওপর ৩৮ হামলা, নিহত ২ : বাংলাফ্যাক্ট সৌদি পৌঁছেছেন ৪৯১০৩ হজযাত্রী, আরও একজনের মৃত্যু ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর: কূটনীতির আলোচনায় উপেক্ষিত মানবাধিকার আরব আমিরাতকে হারিয়ে সিরিজে শুভ সূচনা টাইগারদের মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র -ডোনাল্ড ট্রাম্প গাজায় বড় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও গভীর তুরস্ক-পাকিস্তান সম্পর্ক রোনালদোকে ছাড়া খেলতে নেমে এবার বড় ধাক্কা আল নাসরের ফিরছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা
Logo
logo

ব্রাজিলকে জেতালেন নতুন তারকা এনদ্রিক


খবর   প্রকাশিত:  ২৫ মার্চ, ২০২৪, ১০:১৭ পিএম

ব্রাজিলকে জেতালেন নতুন তারকা এনদ্রিক

ওয়েম্বলিতে ভাগ্য খুলছিল না ব্রাজিলের। ইংলিশরাও লড়ছিল পাল্লা দিয়ে। দুই দলকে যখন আলাদা করা যাচ্ছিল না কিছুতেই, ড্রই যখন মনে হচ্ছিল পরিণতি তখনই বদলী নেমে ১৭ বছর বয়সী তরুণ এনদ্রিক পার্থক্য গড়ে দিয়েছেন ম্যাচে। নিজের প্রথম আন্তর্জাতিক গোলে ইংল্যান্ডের মাটিতে ব্রাজিলকে জিতিয়েছেন ১-০ তে।

 

টানা তিন ম্যাচ হারের পর নতুন কোচ দোরিভাল জুনিয়রের অভিষেক ম্যাচে এই জয় ব্রাজিলের জন্য বড় কিছুই। রিয়াল মাদ্রিদে যোগ দিতে চলা এনদ্রিককে নিয়ে মাতামাতি হচ্ছে বেশকিছুদিন ধরেই। কেন তাঁকে ব্রাজিলের নতুন তারকা ধরা হচ্ছে সেটি জানান দিলেন আজ ইংল্যান্ডের বিপক্ষে এমন বড় ম্যাচে। রিয়ালের বর্তমান তারকা ভিনিসিয়ুস জুনিয়রিই অবশ্য গোলটার মূল কারিগর।

৮০ মিনিটে অফসাইডের ফাঁদ এড়িয়ে তাঁর নেওয়া শট জর্ডান পিকফোর্ড পা বাড়িয়ে ফিরিয়ে দিলেও পাশাপাশি দৌড়ানো এনদ্রিক সেই বল জালে পাঠাতে মোটেও ভুল করেননি। ৭১ মিনিটে রোদ্রিগোর বদলী নেমেছিলেন। ৯ মিনিটের মধ্যেই পুরো আলো কেড়ে নিয়েছেন।

 

প্রথমার্ধে পিকফোর্ডকে পার করেও ভিনিসিউস বল জালে পাঠাতে পারেননি শটে গতি কম থাকায়।

পেছন থেকে এসে গোললাইন থেকে সে বল ফিরিয়েছেন কাইল ওয়াকার। যদিও এই করতে গিয়েই পায়ের মাংসপেশিতে চোট পেয়েছেন, পরে তাঁকে মাঠও ছাড়তে হয়ে। ভাগ্য সহায় হয়নি লুকাস পাকেতারও। বাম দিকের পোস্টে লেগে ফেরে তাঁর শট। ওদিকে জুড বেলিংহামকে সামলে রেখেছিল ব্রাজিলের ডিফেন্স।
অভিষিক্ত অ্যান্থনি গর্ডনের শট ফিরিয়ে দ্বিতীয়ার্ধে পোস্ট অক্ষত রাখেন পাউলো বেন্তো। আর শেষ দিকে এনদ্রিকের সেই ঝলকেই ব্রাজিলের দারুণ স্বস্তির এক জয়।