NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১৮, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
নির্বাচন ডিসেম্বরেই হতে পারে তবে জুনের পরে নয় : প্রধান উপদেষ্টা নিউইয়র্কে ব্রুকলিন ব্রিজে জাহাজের ধাক্কায় নিহত ২, আহত ১৯ ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ হতেই গাজা-ইয়েমেনে ইসরায়েলি হামলা জোরদার বিমানবন্দরে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক টাইব্রেকারে হেরে বাংলাদেশের যুবাদের কান্না ৯ মাসে জুলাই যোদ্ধাদের ওপর ৩৮ হামলা, নিহত ২ : বাংলাফ্যাক্ট সৌদি পৌঁছেছেন ৪৯১০৩ হজযাত্রী, আরও একজনের মৃত্যু ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর: কূটনীতির আলোচনায় উপেক্ষিত মানবাধিকার আরব আমিরাতকে হারিয়ে সিরিজে শুভ সূচনা টাইগারদের মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা
Logo
logo

কার পোস্টকে ‘গরুর রচনা’ বললেন পরী?


খবর   প্রকাশিত:  ২২ মার্চ, ২০২৪, ১০:২০ এএম

কার পোস্টকে ‘গরুর রচনা’ বললেন পরী?

শুরু হয়েছে গতকাল বুধবার রাত থেকেই। দুই নায়িকার ফেসবুক যুদ্ধ। চলছে পাল্টাপাল্টি পোস্ট। তাঁরা হলেন চিত্রনায়িকা পরীমনি ও শবনম বুবলী।

আজ বৃহস্পতিবার (২১ মার্চ) চিত্রনায়িকা শবনম বুবলীর একমাত্র সন্তান শেহজাদ খান বীরের জন্মদিন। ছেলের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। প্রায় পাঁচ মিনিটের সেই ভিডিওতে ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা দিতে দেখা গেছে তাঁকে। তবে বিপত্তি বাধে সেই ভিডিও নিয়েই।

 

বুবলীর সেই ভিডিও প্রকাশের পরপরই গতকাল মধ্যরাতে নিজের ফেসবুকে তাকে খোঁচা দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন পরীমনি। কিন্তু পুরো স্ট্যাটাসে কোথাও বুবলীর নাম মেনশন করেননি তিনি। তবে কারো বুঝতে বাকি নেই যে পোস্টটি বুবলীকে ইঙ্গিত করে করা?

নিজের স্ট্যাটাসে পরীমনির দাবি, প্রায় ছয় মাস আগে তাঁর সন্তান পুণ্যকে নিয়ে বানানো ভিডিওকে ‘কপি’ করেই বানানো হয়েছে বুবলীর সন্তানের সেই ভিডিও। অবশ্য পরীমনির পোস্টের পর বুবলীও আলাদা করে পরীকে ইঙ্গিত করে পোস্ট করেছেন।

তাঁর দাবি, ‘কাছাকাছি মেলে, একদম মেলে, এ রকম বহু বহু জিনিস হচ্ছে দুনিয়াতে। তেমনি মা-সন্তান নিয়ে পৃথিবীতে অনেক ইমোশনাল ভিডিও এবং অডিও আছে, যার ভাষা একই; কিন্তু এসবে পৃথিবীর কারো কোনো অসুবিধা নাই। শুধু এই সিন্ডিকেট চামচগুলোর অবস্থা দেখলে মনে হয় যে এরাই ২/১ জন শুধু মা হইসে, আর কেউ মা হয়নি।’ এটার সঙ্গে যোগ করেছেন আরো নানা কথা।

 

এবার সেই পোস্টকে গরুর রচনার সঙ্গে তুলনা করলেন পরীমনি।

তিনি পাল্টা পোস্ট দিয়ে লেখেন, ‘হিহিহি একটি শিক্ষিত বকরির গরুর রচনা! কী লিখতে কী লিখতেছে বেচারী। চিপায় আটকাইলে মানুষ আবোলতাবোল লজিক দিতে থাকে বুঝলাম। কিন্তু তাই বলে এই রকম আউলা বাউলা কী কী সব লিখল ভাই! পরে কখনো নিজে পড়ে নিজেই বুঝবে না যে কী লিখছিল। আমি শিওর।’

 

দুই নায়িকার পোস্টেই কমেন্ট করেছেন ভক্ত ও অনুরাগীরা। দুই নায়িকার পোস্টেই সবার অনুরোধ―এবার থামলে ভালো লাগে।