NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১৮, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
৯ মাসে জুলাই যোদ্ধাদের ওপর ৩৮ হামলা, নিহত ২ : বাংলাফ্যাক্ট সৌদি পৌঁছেছেন ৪৯১০৩ হজযাত্রী, আরও একজনের মৃত্যু ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর: কূটনীতির আলোচনায় উপেক্ষিত মানবাধিকার আরব আমিরাতকে হারিয়ে সিরিজে শুভ সূচনা টাইগারদের মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র -ডোনাল্ড ট্রাম্প গাজায় বড় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও গভীর তুরস্ক-পাকিস্তান সম্পর্ক রোনালদোকে ছাড়া খেলতে নেমে এবার বড় ধাক্কা আল নাসরের ফিরছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা
Logo
logo

আইপিএল মাতাবেন যেসব বলিউড তারকা


খবর   প্রকাশিত:  ২১ মার্চ, ২০২৪, ০৯:০৮ পিএম

আইপিএল মাতাবেন যেসব বলিউড তারকা

বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর আইপিএল। ২০০৮ সালে শুরু হয়েছিল টি-টোয়েন্টি ক্রিকেটের এই গ্র্যান্ড সফর। ক্রিকেটপ্রেমীদের কাছে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে বরাবরই বাড়তি আকর্ষণ থাকে। এ বছরও আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে আগ্রহের শেষ নেই সবার।

জানা যাচ্ছে, এবারও আইপিএলের সূচনালগ্নে হাজির থাকবেন বলিউডের মহারথীরা। 

 

শুক্রবারের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা মিলবে বলিউডের অক্ষয় কুমার ও টাইগার শ্রফের। এর পাশাপাশি থাকবেন এ আর রহমান, সোনু নিগমের মতো গায়ক। নাচে-গানে জমবে এবারের আসর।

 

এ বছরের অনুষ্ঠানের নাম রাখা হয়েছে ‘রাইজ এজ ওয়ান’ অর্থাৎ একসঙ্গে মিলে উত্থান। সব মিলিয়ে এক ঘণ্টার অনুষ্ঠানটি সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে শুরু হবে। বিনোদন ছাড়াও ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনের সব মহারথীরা হাজির থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে।

মুক্তির অপেক্ষায় অক্ষয়-টাইগার জুটির ‘বাড়ে মিয়া ছোটে মিয়া’।

 আর সিনেমাটির প্রচারণার লক্ষ্যেই আইপিএলের মাঠে ছুটে যাবেন অক্ষয়-টাইগার। এরপর গানে গানে স্টেডিয়ামের দর্শক-শ্রোতা মাতাবেন সংগীতের মহারথী এ আর রহমান ও সনু নিগম। উদ্বোধনী অনুষ্ঠান শেষ হলেই টসের জন্য মাঠে নামবেন দুই অধিনায়ক। প্রথম ম্যাচ শুরু হবে রাত ৮টায়। আইপিএলের বাকি ম্যাচগুলো শুরু হবে যথাক্রমে দুপুর ৩টা ৩০ মিনিটে এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।