NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১৮, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
৯ মাসে জুলাই যোদ্ধাদের ওপর ৩৮ হামলা, নিহত ২ : বাংলাফ্যাক্ট সৌদি পৌঁছেছেন ৪৯১০৩ হজযাত্রী, আরও একজনের মৃত্যু ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর: কূটনীতির আলোচনায় উপেক্ষিত মানবাধিকার আরব আমিরাতকে হারিয়ে সিরিজে শুভ সূচনা টাইগারদের মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র -ডোনাল্ড ট্রাম্প গাজায় বড় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও গভীর তুরস্ক-পাকিস্তান সম্পর্ক রোনালদোকে ছাড়া খেলতে নেমে এবার বড় ধাক্কা আল নাসরের ফিরছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা
Logo
logo

নায়কের বিছানায় যেতে প্রযোজকের চাপ, শ্যারন স্টোনের অভিযোগ


খবর   প্রকাশিত:  ১৪ মার্চ, ২০২৪, ০৮:০০ পিএম

নায়কের বিছানায় যেতে প্রযোজকের চাপ, শ্যারন স্টোনের অভিযোগ

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্যারন স্টোন। নব্বইয়ের দশকে পেয়েছিলেন ‘সেক্স সিম্বল’-এর খেতাব। তাঁর ‘বেসিক ইনস্টিংক্ট’ দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল। যৌন আবেদনময়ী চরিত্রে শ্যারন স্টোনের জুড়ি মেলা ভার।

তবে সেই শ্যারন স্টোনই এবার হলিউডের এক প্রযোজকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন। সিনেমা হিট করাতে শ্যারনকে নায়কের বিছানায় যেতে অনুরোধ করেছিলেন নেই প্রযোজক যার নাম রবার্ট ইভানস। এমনই এক বিষ্ফোরক অভিযোগ তুললেন ৬৬ বছর বয়সী শ্যারন। 

 

সম্প্রতি এক পডকাস্টে সাক্ষাৎকার দিতে গিয়ে শ্যারন জানান, ঘটনাটি ঘটেছিল ১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘সিলভার’ সিনেমার শুটিংয়ের সময়।

শুটিংয়ের মাঝেই শ্যারনকে নিজের অফিসে ডাকেন ‘গডফাদার’ সিনেমার প্রযোজক রবার্ট ইভানস। তার পর বিলির (বিলি বাল্ডউইন) সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে বলেন। শ্যারনের অভিযোগ, নায়কের বিছানা গরম করলেই সিনেমার যৌন দৃশ্য আকর্ষণীয় হবে বলেছিলেন প্রযোজক। আর সিনেমাকে বাঁচানোর এটাই একমাত্র পথ।

 

পডকাস্টে শ্যারন জানান, এমন প্রস্তাব মেনে নেওয়ার পাত্রী তিনি নন। তাই সরাসরি নাকচ করে দেন। 

1
‘বেসিক ইনস্টিংক্ট’-এ শ্যারন স্টোন

২০১৯ সালের অক্টোবর মাসে প্রয়াত হন প্রযোজক রর্বাট ইভানস। শ্যারনের এই অভিযোগ নিয়ে তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য আসেনি। তবে সামাজিক মাধ্যমে অভিনেত্রীকে পালটা দিয়েছেন অভিনেতা বিলি বাল্ডউইন।

‘সিলভার’ সিনেমার অন্তরঙ্গ দৃশ্যের ছবি শেয়ার করে অভিনেতা লেখেন, “জানি না কেন শ্যারন স্টোন এত বছর পরও আমাকে নিয়ে কথা বলতে থাকেন। এখনও আমার উপরে ক্রাশ আছে নাকি আমি উন্নতি করেছি বলে ব্যথা পেয়েছে?” এমনকী শ্যারনের গোপন তথ্য ফাঁস করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

 

‘ক্যাসিনো’ এবং ‘বেসিক ইনস্টিংক্ট’-এর মতো চলচ্চিত্রে অভিনয়ের জন্য রীতিমতো বিখ্যাত হয়ে যান শ্যারন স্টোন। ৯০-এর দশকের আইকন ছিলেন এই লাস্যময়ী অভিনেত্রী। ক্যারিয়ারে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের জন্য একটি গোল্ডেন গ্লোব পুরস্কার ও একটি এমি পুরস্কার অর্জন করেন। ২০০৫ সালে ফ্রান্স সরকার তাকে অদ্রে দে আর্ত এ দে লেত্রে উপাধিতে ভূষিত করে। ২০০৪ সালে স্বামী রন ব্রনস্টেইনের সঙ্গে বিচ্ছেদের পর আর বিয়ের সম্পর্কে জড়াননি শ্যারন স্টোন।