NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১৮, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
৯ মাসে জুলাই যোদ্ধাদের ওপর ৩৮ হামলা, নিহত ২ : বাংলাফ্যাক্ট সৌদি পৌঁছেছেন ৪৯১০৩ হজযাত্রী, আরও একজনের মৃত্যু ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর: কূটনীতির আলোচনায় উপেক্ষিত মানবাধিকার আরব আমিরাতকে হারিয়ে সিরিজে শুভ সূচনা টাইগারদের মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র -ডোনাল্ড ট্রাম্প গাজায় বড় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও গভীর তুরস্ক-পাকিস্তান সম্পর্ক রোনালদোকে ছাড়া খেলতে নেমে এবার বড় ধাক্কা আল নাসরের ফিরছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা
Logo
logo

প্রকাশ্যে ‘ক্রিউ’ সিনেমার ফার্স্ট লুক


খবর   প্রকাশিত:  ২৮ ফেব্রুয়ারী, ২০২৪, ০৬:১২ পিএম

প্রকাশ্যে ‘ক্রিউ’ সিনেমার ফার্স্ট লুক

করিনা কাপুর, কৃতি শ্যানন ও তাবু—বলিউডের তিন নায়িকাকে দেখা গেল লাল বিমানসেবিকার পোশাকে। ক্রিউ ছবিতে এই তিন নায়িকার ফার্স্ট লুক প্রকাশ্যে। আগামী মার্চ মাসে মুক্তি পাচ্ছে এই সিনেমাটি। তিন অভিনেত্রীই  সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁদের ফার্স্ট লুক শেয়ার করেছেন।

 

 

ফার্স্ট লুকে দেখা গেছে, কারিনা, কৃতি এবং টাবু নতুন উচ্চতায় পৌঁছনোর জন্য প্রস্তুত। বিমানবালার বেশে তিন অভিনেত্রীকেই লাল ওভার কোট, সাদা শার্ট এবং মাথায় ছোট নীল টুপি পরে থাকতে দেখা গেছে। সঙ্গে চুলটাকে সকলেই খোঁপা করে বেঁধে রেখেছেন।

জানা গেছে, রীতিমত রোলার কোস্টারের অভিজ্ঞতা পাওয়া যাবে এই সিনেমাতে।

ফার্স্ট লুক প্রকাশ্যে এনে লেখা হয়েছে ‘স্টিল ইট, রিস্ক ইট, ফেক ইট।’

 

ক্রিউ মার্চের ২৯ তারিখে মুক্তি পাবে। সিনেমাটি পরিচালনা করেছেন রাজেশ কৃষ্ণন। এখানে প্রধান ভূমিকায় দেখা যাবে কারিনা কাপুর, কৃতি শ্যানন এবং টাবুকে।

অন্যান্য চরিত্রে আছেন দিলজিৎ দোসাঁঝ। ক্যামিও চরিত্রে দেখা মিলবে কপিল শর্মার।

 

সিনেমার গল্প আবর্তিত হবে তিন পরিশ্রমী বিমানবালার জীবনকে ঘিরে। তারা বিমানের সঙ্গে সঙ্গে নিজেরা কোন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যান বা যাচ্ছেন সেটাই দেখানো হবে এতে।