NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১৮, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
৯ মাসে জুলাই যোদ্ধাদের ওপর ৩৮ হামলা, নিহত ২ : বাংলাফ্যাক্ট সৌদি পৌঁছেছেন ৪৯১০৩ হজযাত্রী, আরও একজনের মৃত্যু ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর: কূটনীতির আলোচনায় উপেক্ষিত মানবাধিকার আরব আমিরাতকে হারিয়ে সিরিজে শুভ সূচনা টাইগারদের মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র -ডোনাল্ড ট্রাম্প গাজায় বড় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও গভীর তুরস্ক-পাকিস্তান সম্পর্ক রোনালদোকে ছাড়া খেলতে নেমে এবার বড় ধাক্কা আল নাসরের ফিরছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা
Logo
logo

মুক্তি পেয়েছে ‘পটু’র ফার্স্ট লুক


খবর   প্রকাশিত:  ১০ ফেব্রুয়ারী, ২০২৪, ১২:৩৮ এএম

মুক্তি পেয়েছে ‘পটু’র ফার্স্ট লুক

গেল বছরের সেপ্টেম্বরে শেষ হয়েছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত নতুন সিনেমা ‘পটু’র শুটিং। যদিও নতুন এই ছবিটির ঘোষণা দিয়েছিলেন বেশ আগেই। জাজ সূত্রে জানা গিয়েছিল, ছবিটির পরিচালক ও প্রধান অভিনয়শিল্পীদের বেশির ভাগই নতুন। সেই অনুযায়ী ছবিটি পরিচালনা করেছেন সংগীত পরিচালক আহমেদ হুমায়ূন।

আর প্রধান চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা ইভান সাইর। দুজনেরই প্রথম। জানা গিয়েছে এই সিনেমার নায়িকারও এটিই প্রথম সিনেমা। এবার প্রকাশ্যে এসেছে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার।

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টার শেয়ার করে জাজ মাল্টিমিডিয়া লিখেছেন, ‘‘পটু’,জাজের ঈদের সিনেমা। জাজ মানেই নতুন কিছু ! নতুন ধরনের গল্প ! নতুন লোকেশন, সাথে নতুন পরিচালক, নতুন নায়ক, নতুন নায়িকা ও এক ঝাঁক নতুন মুখ সাথে জাজের পুরাতন দক্ষ টেকনিক্যাল টিম ।  মানে নতুন পুরাতনের সংমিশ্রণে নতুন কিছু দেখবেন ‘পটু’সিনেমায়’।

জাজের গল্প নিয়ে লিখেছেন, ‘‘পটু’সিনেমার পটু কিন্তু বাস্তব জীবনেও পটু এর মতই ।

মানে চর অঞ্চলের গরিবের ছেলে, কিন্তু কি দুর্দান্ত অভিনয় , যেন গোবরে পদ্ম ফুল। আজ দিলাম সিনেমার ফার্স্ট লুক পোস্টার’।

 

পোস্টারটি শেয়ার করে অভিনেতা ইভান সাইর লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, ‘পটু’ঈদে আসছে। অনেককিছু লেখার ছিল। ধীরে ধীরে লিখবো ইনশাল্লাহ।

আপনাদের কাছে দোয়া চাই। ইনশাল্লাহ হলে গিয়ে আশাহত হবেন না।’ 

 

রাজশাহী শহরের চরখানপুরে হয়েছে সিনেমাটির শুটিং। ছবিটির শুটিং নিয়ে কথা হয় অভিনেতা ইভান সাইরের সঙ্গে। শুটিং অভিজ্ঞতা শেয়ার করে কালের কণ্ঠকে বলেন, ‘চরখানপুর খুব দুর্গম এলাকা। সেখানে আমরা টানা ২২ দিন শুটিং করেছি। রাতে থেকেছি তাঁবু টাঙিয়ে। কষ্ট করে পুরো কাজটা করেছি। চার দিন শুটিং হয়েছে রাজশাহী শহরে। অল্প কিছু অংশের শুটিং হয়েছে নওগাঁতে।  সব মিলিয়ে আমাদের প্রায় ৭০ জনের একটা টিম কাজ করেছি ছবিটির সাথে।’

চরে শুটিংয়ের কারণ প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘গল্পটাই এমন। এখানে দুজন তরুণ-তরুণীরে গল্প এমনভাবে বলা হয়েছে যেখানে চর, চরের জীবন, চরের মানুষ সবই চলে আসবে। পাশাপাশি গল্পটাও মানুষ উপভোগ করবে বলে আমার বিশ্বাস।’

আসছে ঈদুল ফিতরে মুক্তি পাবে ছবিটি।