NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১৮, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
৯ মাসে জুলাই যোদ্ধাদের ওপর ৩৮ হামলা, নিহত ২ : বাংলাফ্যাক্ট সৌদি পৌঁছেছেন ৪৯১০৩ হজযাত্রী, আরও একজনের মৃত্যু ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর: কূটনীতির আলোচনায় উপেক্ষিত মানবাধিকার আরব আমিরাতকে হারিয়ে সিরিজে শুভ সূচনা টাইগারদের মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র -ডোনাল্ড ট্রাম্প গাজায় বড় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও গভীর তুরস্ক-পাকিস্তান সম্পর্ক রোনালদোকে ছাড়া খেলতে নেমে এবার বড় ধাক্কা আল নাসরের ফিরছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা
Logo
logo

মাইকেল জ্যাকসনের বাবার ভূমিকায় কোলম্যান ডোমিঙ্গো


খবর   প্রকাশিত:  ২৭ জানুয়ারী, ২০২৪, ১০:৩৪ পিএম

মাইকেল জ্যাকসনের বাবার ভূমিকায় কোলম্যান ডোমিঙ্গো

নির্মিত হতে যাচ্ছে বিশ্বখ্যাত পপতারকা প্রয়াত মাইকেল জ্যাকসনের বায়োপিক। পপসম্রাটের জীবনী নিয়ে পর্দায় হাজির হতে যাচ্ছে ‘মাইকেল’। সিনেমাটির ঘোষণা হয়েছে আগেই। এতে মাইকেলের চরিত্রে অভিনয় করবেন তাঁর ভাতিজা ২৭ বছর বয়সী জাফর জ্যাকসন।

সংগীতশিল্পী জেরমাইন জ্যাকসনের দ্বিতীয় সন্তান জাফর জ্যাকসন। এবার নতুন কাস্ট যুক্ত হলো সিনেমাটিতে। জানা যাচ্ছে, মাইকেল জ্যাকসনের বাবার ভূমিকায় অভিনয় করবেন লেখক কোলম্যান ডোমিঙ্গো।

 

হলিউড রিপোর্টার-এর প্রতিবেদন অনুসারে, আমেরিকান অভিনেতা এবং লেখক কোলম্যান ডোমিঙ্গো কিংবদন্তি পপতারকা মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে নির্মিত হতে যাওয়া চলচ্চিত্রে মাইকেলের প্রয়াত বাবা জো জ্যাকসনের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন।

 

ডমিঙ্গো যিনি সম্প্রতি ‘রাস্টিন’-এ তার অভিনয়ের জন্য দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছেন অস্কার মনোনয়ন পেয়েছেন, মাইকেল জ্যাকসনের পিতা হিসেবে এবার পর্দায় হাজির হবেন।

1
বাবার সঙ্গে মাইকেল জ্যাকসন

সিনেমাটিতে অভিনয়ের প্রসঙ্গে কোলম্যান ডোমিঙ্গো বলেন, ‘জো জ্যাকসনের মতো একটি সমৃদ্ধ ও জটিল চরিত্রে অভিনয় করার জন্য আমি যতটা সৌভাগ্যবান, তারচেয়ে বেশি কৌতুহলী জাফরের অবিশ্বাস্য রূপান্তর দেখার জন্য। তাকে রিহার্সালে দেখার পর আমার মন ফুঁসে উঠেছে। জাফর যেভাবে তাঁর প্রয়াত চাচার (মাইকেল জ্যাকসন)  চরিত্রে অভিনয়ের জন্য নিজেকে তৈরি করেছে, তার মধ্যে ঐশ্বরিক কিছু আছে।

তাঁর প্রতিভা এবং রুপায়ন মাইকেলের গল্পকে অন্য স্তরে নিয়ে যাবে।’

 

২০১৯ সালে ‘গট মি সিঙ্গিং’ গানের মাধ্যমে পপ দুনিয়ায় পা রেখেছেন জাফর জ্যাকসন। মাইকেল জ্যাকসনের ভূমিকায় তাকে দেখার অপেক্ষায় ভক্ত অনুরাগীরা। জানা গেছে, মাইকেল জ্যাকসনের জীবনের অনেক অজানা অধ্যায় তুলে ধরা হবে সিনেমাটিতে। দেখানো হবে তাঁর বিখ্যাত কিছু পারফরম্যান্স।

এটি প্রযোজনা করবেন গ্রাহাম কিং। চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কারে মনোনয়ন পাওয়া জন লোগান। নির্মাতাদের মতে, ২০২৫ সালে পর্দায় আসবে সিনেমাটি।

 

পৃথিবীর ইতিহাসে মাইকেল জ্যাকসন সবচেয়ে ব্যবসায়িক সাফল্য পাওয়া শিল্পীদের একজন। বিশ্বব্যাপী তাঁর অ্যালবাম বিক্রি হয়েছে ৪০ কোটিরও বেশি। ৩৯টি গিনেস রেকর্ডের মালিক মাইকেল ১৫টি গ্র্যামি অ্যাওয়ার্ডস জিতেছিলেন। ২০০৯ সালে ২৫ জুন ৫০ বছর বয়সে মারা যান এই বিশ্বনন্দিত শিল্পী।