NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১৮, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র -ডোনাল্ড ট্রাম্প গাজায় বড় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও গভীর তুরস্ক-পাকিস্তান সম্পর্ক রোনালদোকে ছাড়া খেলতে নেমে এবার বড় ধাক্কা আল নাসরের ফিরছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা অভ্যুত্থানের ৯ মাস পরও বড় পরিবর্তন সহজ হচ্ছে না এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ স্বাগত জানাতে মেলোনিকে দেখে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান
Logo
logo

কেরালা স্টোরির পর এবার আদা শর্মার ‘বাস্তার’


খবর   প্রকাশিত:  ১৬ জানুয়ারী, ২০২৪, ০৯:০১ এএম

কেরালা স্টোরির পর এবার আদা শর্মার ‘বাস্তার’

গত বছর বলিউডের সবচেয়ে বড় চমক ছিল সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি।’ মাত্র ২০ কোটি বাজেটের সিনেমাটি বক্স অফিসে আয় করে নেয় ৩০০ কোটির বেশি। সেই সঙ্গে বছরজুড়ে আলোচনা ও বিতর্কে ছিল এটি। তবে সফল ছিল সিনেমাটি।

কেরালা স্টোরির সাফল্যের পর এবার নতুন চলচ্চিত্র নিয়ে আসছেন বাঙালি পরিচালক সুদীপ্ত সেন। আর এতেও প্রধান ভূমিকায় দেখা যাবে কেরালা স্টোরি’খ্যাত আদা শর্মাকে।

 

জানা গেছে, ভারতের মাওবাদী আন্দোলনের গল্পেই নির্মিত হচ্ছে সিনেমাটি যার নাম রাখা হয়েছে ‘বাস্তার’। সিনেমাটির পোস্টার এবং মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে।

আদা শর্মার সঙ্গে সুদীপ্তর এই নতুন চলচ্চিত্রে দেখা যাবে রাইমা সেনকেও। ‘দ্য কেরালা স্টোরি’র প্রযোজক বিপুল শাহ  ‘বাস্তার’-এর প্রযোজনা করছেন। এটি মুক্তি পাবে ১৫ মার্চ।

 

1
‘বাস্তার’

২০২৩ সালে বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’ মুক্তির পর থেকেই টক অফ দ্য টাউন ছিল।

নানা বিতর্ককে সঙ্গে নিয়েই তাবড় তাবড় বলিউড সিনেমার বক্স অফিসের ব্যবসাকে চ্যালেঞ্জ ছুঁড়েছিল এই ছবি। ছবি মুক্তির কয়েকদিনের মধ্যেই গোটা বাংলায় নিষিদ্ধ হয় ‘দ্য কেরালা স্টোরি’। এই ছবি নিয়ে বিতর্কের ঝড় যেন আরও তীব্র হয়। পরে অবশ্য় সপ্তাহ ঘুরতেই নিষেধাজ্ঞা ওঠে। তবে সিনেমা হলে শো না পাওয়ার কারণে বাংলার বহু সিনেপ্রেমী মানুষরা ছবিটি দেখতে পাননি।
আর এবার ‘দ্য কেরালা স্টোরি’র দেশ জুড়ে সাফল্যকে সঙ্গে নিয়েই এবার নতুন ছবি দর্শকদের উপহার দিতে তৈরি সুদীপ্ত সেন।  

 

হিন্দু ও খ্রিস্টান মেয়েদের ফাঁদ পেতে ইসলামে ধর্মান্তকরণ এবং সন্ত্রাসী কাজে যোগ দেওয়ার প্রেক্ষাপটে তৈরি বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি।’ সিনেমাটি মুক্তির পর থেকেই ভারতে তীব্র বাধার মুখে পড়ে। ভারতের একাধিক সিনেমাহলে চলতে দেওয়া হয়নি সিনেমাটি। এটিকে ‘ইসলাম বিরোধী’, ‘প্রোপাগান্ডা’ হিসেবেও উল্লেখ করেছিল মুসলিম বিদ্বেষী বাম-কংগ্রেসের মতো রাজনৈতিক দল। তবে বিজেপিসহ হিন্দুত্ববাদী সংগঠনগুলো সিনেমাটির সমর্থনে আওয়াজ তুলেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বলেছিলেন, এই সিনেমা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর তুলেছে। তবে পক্ষে বিপক্ষে যতো আলোচনা-বিতর্কই হোক, বক্স অফিসে ‘দ্য কেরালা স্টোরি’ জাদু দেখিয়েছে। ভারতে ২৮৮ কোটি আয়ের পাশাপাশি বিশ্বব্যাপী ৩০৩ কোটির মতো আয় তুলে নিয়েছে ‘দ্য কেরালা স্টোরি।’