NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১৮, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র -ডোনাল্ড ট্রাম্প গাজায় বড় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও গভীর তুরস্ক-পাকিস্তান সম্পর্ক রোনালদোকে ছাড়া খেলতে নেমে এবার বড় ধাক্কা আল নাসরের ফিরছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা অভ্যুত্থানের ৯ মাস পরও বড় পরিবর্তন সহজ হচ্ছে না এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ স্বাগত জানাতে মেলোনিকে দেখে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান
Logo
logo

শাহরুখকে পেছনে ফেলার দৌড়ে রণবীর


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:২১ এএম

শাহরুখকে পেছনে ফেলার দৌড়ে রণবীর

২০২৩ সালে বলিউডের অন্যতম ব্যবসাসফল চলচ্চিত্র রণবীর কাপুরের অ্যানিমেল। বক্স অফিসে রীতিমতো তাণ্ডব চালিয়েছে সিনেমাটি। শাহরুখ খানের জওয়ান ও পাঠানের পর বছরের তৃতীয় চলচ্চিত্র হিসেবে হাজার কোটির ক্লাবে প্রবেশ করার দৌড়ে ছিল অ্যানিমেল। তবে বছর শেষে শাহরুখ খানের ডানকি ও প্রভাসের সালার মুক্তি পাওয়ায় আয়ে ভাটা পড়ে অ্যানিমেলের।

 
তবে নতুন বছরে শুরুতেই হঠাৎ করেই আবার জ্বলে উঠল অ্যানিমেল। সেই সঙ্গে হিন্দি চলচ্চিত্রের নতুন এক মাইলফলকের পেছনে ছুটলে রণবীরের সিনেমাটি।

 

বছরের শুরুতে অ্যানিমেলের পালে নতুন করে হাওয়া লেগেছে। ২০২৩ সালের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রের তকমা ইতোমধ্যেই পেয়ে গেছে এটি।

 
সানি দেওলের ‘গাদার ২’কে টপকে গেছে অনেক আগে। এরপর শাহরুখের পাঠানকে টপকে জওয়ানের ঠিক পরেই রয়েছে রণবীরের অ্যানিমেল। ইতিমধ্যেই এটি ৫৫০ কোটির গণ্ডি টপকে ফেলেছে অ্যানিমেল। মুক্তির ষষ্ঠ সপ্তাহে ২.৫ কোটির মতো ঝুলিতে যোগ করল রণবীরের অ্যানিমেল।
 
ফলে অ্যানিম্যালের মোট আয় এখন ৫৫০ কোটির বেশি। সামনে রয়েছে শুধুই শাহরুখের জওয়ান। ৬৪৩ কোটি রুপি আয় নিয়ে হিন্দি চলচ্চিত্র হিসেবে ভারতে সর্বোচ্চ আয়ের প্রথম স্থানে আছে সিনেমাটি।

 

সম্প্রতি অ্যানিমেল-এর সাকসেস পার্টির আয়োজন করা হয়েছিল। সেদিন রণবীর সবার উদ্দেশ্যে জানান, ‘আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই এখানে এসে অ্যানিমেলের সাকসেস পার্টি উদযাপন করার জন্য।

 
এটা এমন একটা চলচ্চিত্র যেটা নিয়ে কিছু মানুষের সমস্যা আছে, কিন্তু আমার মনে হয় এটি যা ভালোবাসা, সাফল্য পেয়েছে সেটা প্রমাণ করে দিয়েছে যে সিনেমার জন্য দর্শকদের যে ভালোবাসা আছে সেটার উপর কিছু না।’

 

সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। তাঁর বাবার ভূমিকায় রয়েছেন অনিল কাপুর। স্ত্রীর ভূমিকায় রাশ্মিকা মান্দানা। খলনায়ক হিসেবে অভিনয় করেছেন ববি দেওল। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শক্তি কাপুর ও তৃপ্তি দিমরি।