NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১৮, ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র -ডোনাল্ড ট্রাম্প গাজায় বড় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও গভীর তুরস্ক-পাকিস্তান সম্পর্ক রোনালদোকে ছাড়া খেলতে নেমে এবার বড় ধাক্কা আল নাসরের ফিরছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা অভ্যুত্থানের ৯ মাস পরও বড় পরিবর্তন সহজ হচ্ছে না এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ স্বাগত জানাতে মেলোনিকে দেখে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান
Logo
logo

সাইফের বাহুডোরে শ্রীলেখা, ১৬ বছর পর ছবি প্রকাশ্যে


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:১৯ এএম

সাইফের বাহুডোরে শ্রীলেখা, ১৬ বছর পর ছবি প্রকাশ্যে

সাইফ আলি খানের বাহুডোরে কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র, গলায় মঙ্গলসূত্র। সম্প্রতি এমনই দুটি ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী। যদিও ছবিগুলো ১৬ বছর আগের। তবে হঠাৎ করেই ছবিগুলো শেয়ার করে বেশ চমকে দিয়েছেন শ্রীলেখা।

 

 

ছবিতে দেখা যাচ্ছে, ব্যাংককের রঙিন রাতে সাদা শিফন সি-থ্রু শাড়িতে শ্রীলেখা মিত্র। গলায় তাঁর মঙ্গলসূত্র। সঙ্গে বলিউডের ছোট নবাব সাইফ আলি খান। অভিনেতার মুখে মিষ্টি হাসি।

 
শ্রীলেখারও হাসিমুখ। অভিনেত্রীর কাঁধে হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে রেখেছেন সাইফ। 

 

এত পুরনো ছবি শেয়ার করার বিষয়টি জানতে কলকাতার সংবাদ মাধ্যম ‘টিভি৯ বাংলা’-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রী শ্রীলেখার সঙ্গে। অভিনেত্রী বলেছেন, ‘২০০৭ সালে তোলা হয়েছে ছবিটি।

 
সেই সময় সাইফ ব্যাংককে ‘হাম তুম’ সিনেমার শুটিং করছিলেন। রানি মুখার্জিও ছিলেন। তখন আমি গিয়েছিলাম।’

 

1
শ্রীলেখার ইনস্টাগ্রাম থেকে নেয়া

তবে অহেতুক ব্যাংককে যাননি শ্রীলেখা। তিনি গিয়েছিলেন এক বিশেষ কারণে।

 
অভিনেত্রী বলেছেন, ‘আমি ব্যাংককে গিয়েছিলাম একটা বিজ্ঞাপনের শুটিং করতে। সেই বিজ্ঞাপনে আমার সঙ্গে নায়ক ছিলেন সাইফ। ছবিগুলো তখন তোলা।’

 

মুম্বাইয়ের বাঙালি পরিচালক প্রদীপ সরকারের পরিচালনায় তৈরি হয়েছিল সেই চিপসের বিজ্ঞাপন। শ্রীলেখা বলেন, ‘সময়টা খুবই সুন্দর ছিল। আমি আর সাইফ দারুণ সুন্দর সময় কাটিয়েছিলাম ব্যাংককে। ১৬ বছর আগের ঘটনা। আমার মেয়ের তখন দেড় বছর বয়স। ওকে কলকাতায় রেখে এসেছিলাম। মেয়েরই ছোটবেলার ছবি খুঁজতে-খুঁজতে এই ছবি দুটি পাই।’

সাইফের সঙ্গে কাজের অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন শ্রীলেখা। বলেছেন, ‘খুব মিষ্টি মানুষ সাইফ। হালকা ফ্লার্ট করত। আমার সঙ্গেও ফ্লার্ট করেছিল সেদিন। আমার চোখের প্রশংসা করেছিল। কী সুন্দর দেখতে একটা লোক। গোলাপি গায়ের রং। এখন কেমন যেন গুরুগম্ভীর হয়ে গেছেন। চারটে বাচ্চার বাবা তিনি। কিন্তু আমার দেখা সাইফ ছিলেন মিষ্টি, কিউট আর খুব দুষ্টু।’