NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ১৭, ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র -ডোনাল্ড ট্রাম্প গাজায় বড় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও গভীর তুরস্ক-পাকিস্তান সম্পর্ক রোনালদোকে ছাড়া খেলতে নেমে এবার বড় ধাক্কা আল নাসরের ফিরছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা অভ্যুত্থানের ৯ মাস পরও বড় পরিবর্তন সহজ হচ্ছে না এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ স্বাগত জানাতে মেলোনিকে দেখে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান
Logo
logo

এবারও অস্কারের মঞ্চ সামলাবেন জিমি কিমেল


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১০:১৫ পিএম

এবারও অস্কারের মঞ্চ সামলাবেন জিমি কিমেল

টানা দ্বিতীয়বারের মতো অস্কারের সঞ্চালনার দায়িত্ব পেলেন সঞ্চালক-কমেডিয়ান জিমি কিমেল। এ নিয়ে চতুর্থবারের মতো এই গুরুদায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি। একাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস বুধবার এই ঘোষণা করেছে।

২০২২ সালে উইল স্মিথের সেই চড়কাণ্ডের পর ২০২৩ সালে ক্রিস রকের জায়গায় দায়িত্ব পালন করেন কিমেল।

 
সে বছর অস্কার শো’টি প্রায় ১৮.৭ মিলিয়ন দর্শকদের কাছে তুমুল দর্শকপ্রিয়তা পায় যা ২০২০ সালের কোভিড মহামারীর পর থেকে সবচেয়ে বেশি দর্শকপ্রিয় বলা যায়। তাই এবারও কিমেলের উপরেই আস্থা রাখছেন অস্কার কতৃপক্ষ। এর আগে ২০১৭ এবং ২০১৮ সালেও অস্কার সঞ্চালনা করেন জিমি কিমেল।

 

চতুর্থবারের মতো অস্কার সঞ্চালনার দায়িত্ব পেয়ে কিমেল একটি বিবৃতিতে জানান, ‘ঠিক চারবার অস্কার সঞ্চালনা করার স্বপ্ন আমি সবসময় দেখেছি।

 

 

1
জিমি কিমেল

এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক অস্কার সঞ্চালনার রেকর্ডে শীর্ষে আছেন বব হোপ, যিনি একা বা সহ-সঞ্চালক হিসাবে ১৯বার অস্কারের মঞ্চ সামলেছিলেন। তারপরেই রয়েছেন বিলি ক্রিস্টাল যিনি ১৯৯০ থেকে ২০১২ পর্যন্ত ৯ বার অস্কার সঞ্চালনা করেছেন। 

ফিল্ম একাডেমি আগেই ঘোষণা করেছিল যে রাজ কাপুর নির্বাহী প্রযোজক এবং শো রানার হিসাবে কাজ করবেন। নির্বাহী প্রযোজনা করবেন কেটি মুলান এবং হামিশ হ্যামিল্টন পরিচালনা করবেন এবারের অস্কার।

 
তাদের সাথে আরো থাকছেন ‘জিমি কিমেল লাইভ’-এর নির্বাহী প্রযোজক এবং কিমেলের স্ত্রী  মলি ম্যাকনার্নি, যিনি শো’টির একজন নির্বাহী প্রযোজক হিসাবে কাজ করবেন।

 

লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ১০ মার্চ অনুষ্ঠিত হবে ৯৬ তম একাডেমি পুরস্কার। এবিসি-তে সরাসরি সম্প্রচার করা হবে অনুষ্ঠানটি।

সূত্র : ভ্যারাইটি