NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ১৭, ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র -ডোনাল্ড ট্রাম্প গাজায় বড় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও গভীর তুরস্ক-পাকিস্তান সম্পর্ক রোনালদোকে ছাড়া খেলতে নেমে এবার বড় ধাক্কা আল নাসরের ফিরছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা অভ্যুত্থানের ৯ মাস পরও বড় পরিবর্তন সহজ হচ্ছে না এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ স্বাগত জানাতে মেলোনিকে দেখে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান
Logo
logo

২৭ অক্টোবর কথা থাকলেও, মুক্তি পাচ্ছে ১০ নভেম্বর


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১০:৫৭ এএম

২৭ অক্টোবর কথা থাকলেও, মুক্তি পাচ্ছে ১০ নভেম্বর

কথা ছিলো ২৭ অক্টোবর মুক্তি সিনেমাটি। সেরকম প্রস্তুতিও নিয়েছিলেন সিনেমা সংশ্লিষ্টরা। হয়েছিল প্রেস করফারেন্সও। মুক্তি সামনে রেখে সিনেমাটির গান, পোস্টার ও ট্রেলার মুক্তি পায়।

 
কিন্তু শেষমেষ পিছিয়ে আসতে হয় ছবি মুক্তি থেকে। গত ১৩ অক্টোবর মুক্তি পাওয়া ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার দর্শক চাহিদার কথা বিবেচনা করে এবং সিনেমাটির প্রতি শ্রদ্ধা জানিয়ে সরে দাঁড়ায় ‘যন্ত্রণা’ টিম। এবার দেয়া হলো মুক্তির নতুন তারিখ। 

 


আগামী ১০ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘যন্ত্রনা’।

 
আব্দুল্লাহ জহির বাবুর গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আরিফুর জামান আরিফ। ভালোবাসা ও অ্যাকশন গল্পে নির্মিত চিত্রনায়ক আদর আজাদ ও অভিনেত্রী মানসী প্রকৃতি জুটির প্রথম সিনেমা ‘যন্ত্রণা’। 

 


প্রধান চরিত্রে অভিনয় করা আদর আজাদ সিনেমাটি প্রসঙ্গে বলেন, ‘ভালোবাসার গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। গল্পে নতুনত্ব আছে।

 
বর্তমান সময়কে মাথায় রেখেই সিনেমাটি নির্মিত হয়েছে। এই সিনেমার মাধ্যমে প্রথমবার আমরা একসঙ্গে কাজ করেছি। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে দর্শক পছন্দ করবেন।’

 


এ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে বড় পর্দায় অভিষেক হচ্ছে তরুণ নির্মাতা আরিফুর জামান আরিফের।ছবিটি নিয়ে তিনি বলেন, ‘প্রথমবার সিনেমা পরিচালনা করেছি।

 
চেষ্টা করেছি নিজের সেরাটা দিয়ে কাজটি করতে।’ মুক্তি পাওয়া সিনেমা হিসেবে যন্ত্রনা প্রথম হলেও এর আগে তিনি আরও একটি সিনেমার শুটিং শুরু করেছিলেন। কিন্তু সেটা শেষ করতে পারেননি। 

 


যন্ত্রনা প্রযোজনা করেছে স্মার্ট মাল্টিমিডিয়া। এতে গান রয়েছে চারটি। গানগুলো গেয়েছেন আকাশ সেন, কনা, বেলী আফরোজ, মিলন, আতিয়া আনিসা, অয়ন চাকলাদার ও কর্ণিয়া। সিনেমাটিতে আদর-প্রকৃতি ছাড়াও আরও অভিনয় করেছেন—শতাব্দী ওয়াদুদ, ডন, বড়দা মিঠু, সায়মা স্মৃতি, আশরাফ কবির, সোহেল রশিদ, গাঙ্গুয়া, জাহিদ, পারভেজ সুমন, শেখ স্বপ্না, পারভিন আক্তার, অতিথি শিল্পী তনামি হক প্রমুখ। পনির আহমদের চিত্রগ্রহণে চলচ্চিত্রটি সম্পাদনা করেছেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র সম্পাদক তৌহিদ হোসেন চৌধুরী।