NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ১৭, ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
মায়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টা আফতাব প্রত্যাহার ঈদে সব পশুর হাটে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক বসবে : প্রাণিসম্পদ উপদেষ্টা মাউন্ট এভারেস্টে দুই পর্বতারোহীর মৃত্যু, একজন ভারতীয় এবার আমিরাতের সঙ্গে ২০ হাজার কোটি ডলারের চুক্তি করলেন ট্রাম্প ২২৫ রানের পুঁজি নিয়েও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের শিগগির বিয়ের পিঁড়িতে বসছেন ঋতাভরী ৭০ বছর বয়সে কান চলচ্চিত্র উৎসবে অনুপম খের সাম্য হত্যার আসামি গ্রেফতার করা পুলিশ টিম পেলো লাখ টাকা পুরস্কার ভাড়া কমানোর আহ্বান বেবিচকের, সায় দিলো এয়ারলাইনগুলো কাতারের বিমান উপহার: ট্রাম্পের সমালোচনা করছেন তার সমর্থকরাও
Logo
logo

সৌদি চুক্তি নিশ্চিত করতে ইসরায়েল ফিলিস্তিনিদের ছাড় দেবে না : মন্ত্রী


খবর   প্রকাশিত:  ২০ জানুয়ারী, ২০২৫, ১১:৩৮ এএম

সৌদি চুক্তি নিশ্চিত করতে ইসরায়েল ফিলিস্তিনিদের ছাড় দেবে না : মন্ত্রী

আর্ন্তজাতিক ডেস্ক: ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকারের একটি গুরুত্বপূর্ণ দল সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিনিদের কোনো ছাড় দিতে রাজি হবে না বলে তার মন্ত্রিপরিষদের একজন সোমবার বলেছেন।

সম্ভাব্য সৌদি-ইসরায়েল চুক্তি নিয়ে আলোচনা করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে সৌদি আরবে পাঠিয়েছেন। এ পদক্ষেপকে বাইডেন একটি নীতিগত অগ্রাধিকার বলে মনে করেন। শুক্রবার তিনি বলেছিলেন, ‘এখানে একটি সংমিশ্রণ চলছে।’

 

২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। তবে রিয়াদ তা অনুসরণ না করে বলেছে, ফিলিস্তিনিদের দাবি আগে পূরণ করতে হবে।

সৌদি আরবের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক জোরদারের বিনিময়ে তার সমর্থক দল ধর্মীয় ইহুদিবাদ ফিলিস্তিনিদের ছাড় দেবে কি না জানতে চাইলে ইসরায়েলের জাতীয় মিশনমন্ত্রী ওরিট স্ট্রক বলেন, ‘আমরা অবশ্যই এমন কিছুতে রাজি হব না।’ এ ধরনের অবস্থান নেতানিয়াহুর জন্য একটি রাজনৈতিক প্রতিবন্ধকতা তৈরি করবে, যিনি সৌদি আরবের সঙ্গে সম্পর্কের স্বাভাবিকীকরণকে একটি প্রধান বৈদেশিক নীতির লক্ষ্য হিসেবে নিয়েছেন।

 

ফিলিস্তিনিরা রাষ্ট্রের জন্য যে ভূমিকে চায় সেখানে সরকারের ইহুদি বসতি সম্প্রসারণ এবং নেতানিয়াহুর জাতীয়তাবাদী-ধর্মীয় জোটের অনুসৃত বিতর্কিত বিচারিক পরিবর্তনের কারণে সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন-ইসরায়েল সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়েছে।

এদিকে রবিবার নেতানিয়াহুর লিকুদ পার্টির একজন জ্যেষ্ঠ সদস্য এই পরামর্শকে প্রত্যাখ্যান করেছেন যে ইসরায়েলের কঠোর-ডান সরকার ও রাজনৈতিকভাবে বিভক্ত ফিলিস্তিনিদের রাষ্ট্রীয় লক্ষ্যগুলোর মধ্যে একটি অচলাবস্থা সৌদি চুক্তির প্রধান বাধা। একটি চুক্তি আসন্ন বলে মনে হচ্ছে না বলেও মন্তব্য করেছেন তিনি।

সূত্র : আল অ্যারাবিয়া