সামাজিক-সাংস্কৃতিক সংগঠন স্বদেশ ফোরাম,নিউইয়র্ক ও জালালাবাদ ল-সোসাইটি ইউএসএ-এর সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ চৌধুরী এডভোকেট আগামী বৃহস্পতিবার স্বদেশের উদ্দেশ্যে যাত্রা করবেন। এবার  বই মেলায় তাঁর ছড়ার বই ধাপুস ধুপুস ও কবিতার বই আলোর পতাকা হাতে বের হবে দর্পণ প্রকাশ থেকে।

 

 

তাঁর সম্পাদিত সাহিত্য সাময়িকী জীবন মিছিল; বই মেলা সংখ্যাও বের হবে।ইতিমধ‍্যে সুফিয়ান আহমদ চৌধুরীরপ্রায় চৌদ্দটি বই বের হয়েছে।তিনি ইশকুল জীবন থেকে লেখালেখি ও সংগঠনের সাথে জড়িত।তিনি ছড়া পরিষদ,সিলেট,সিলেট সাহিত‍্য পরিষদ ও স্বদেশ ফোরাম,নিউইর্ক-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।

সাহিত‍্য সাময়িকী জীবন মিছিল -এর সম্পাদক।অন লাইন প্রকাশ না শিশু কিশোর সাময়িকী ইলিক ঝিলিক ও ছড়া বিষয়ক
কাগজ টাপুর টুপুর ও স্বদেশ ফোরাম -এর মুখপত্র স্বদেশ কন্ঠ- এর সম্পাদক।তিনি সিলেট জেলা আইজীবি সমিতির সাবেক লাইব্রেরী সম্পাদক ও কার্য‍করী সদস‍্য ছিলেন দুইবার। এম সি কলেজে পড়াকালীন সময়ে কলেজ সাময়িকী পূর্বাশা -এর সম্পাদনা করে প্রচুর খ‍্যাতি অর্জন করেন।

অত‍্যন্ত আড্ডাপ্রিয়,সাহিত‍্যপ্রেমী সুফিয়ান আহমদ চৌধুরী একজন সাদা মনের মানুষ।দেশ-প্রবাসের সকলের প্রিয়।সিলেট শহরের ধোপাদিঘীর পূর্ব পাড়ে বাসা ও গ্রামের বাড়ি বিশ্বনাথ উপজেলার চাঁন্দভরাঙ্গে।