আমেরিকান স্বপ্ন পূরণে আরো জোরালোভাবে মূলধারায় জড়িয়ে পড়ার আহ্বান জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাব, ইয়ুথ ফোরাম ও উইমেন্স ফোরাম’র মিট অ্যান্ড গ্রিট। নিউইয়র্কে উডসাইডের গুলশান ট্যারেসে গত ১৫ জানুয়ারি মূলধারার এ তিনটি সংগঠনের ১১তম বার্ষিক সম্মেলনে ছিল বিশেষ সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক পরিবেশনাও। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।

 



নিউ অ্যামেরিকান ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট আহনাফ আলম, ‘নিউ আমেরিকান উইমেন্স ফোরাম’র প্রেসিডেন্ট রুবাইয়া রহমান ও ‘নিউ আমেরিকান উইমেন্স ফোরাম’র মেম্বার নুশরাত আলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিউ অ্যামেরিকান ডেমেক্রেটিক ক্লাবের প্রেসিডেন্ট প্রবীণ ডেমোক্রেট নেতা মোর্শেদ আলম।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তৃতা করেন কমগ্রেসওম্যান ইভেট ক্লার্ক, নিউইয়র্ক স্টেট কম্পট্রোলার থমাস দিনাপলি, নিউইয়র্ক সিটি কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার, স্টেট সিনেটর জন ল্যু, স্টেট সিনেটর সিনেটর টবি অ্যান স্ট্যাভিস্কি, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি মেম্বার ডেভিড আই ওয়েপ্রিন, অ্যাসেম্বলি মেম্বার ক্যাটালিনা ক্রুজ, অ্যাসেম্বলি মেম্বার অ্যালিসিয়া হাইন্ডম্যান, অ্যাসেম্বলি মেম্বার জেসিকা গঞ্জালেস রোজাস, অ্যাসেম্বলি মেম্বার জেনিফার রাজকুমার, অ্যাসেম্বলি মেম্বার জোরহান মান্দানি, অ্যাসেম্বলি মেম্বার স্টিভ রাগা, কাউন্সিল মেম্বার শেখর কৃষ্ণান, কাউন্সিল মেম্বার সান্দ্রা উং, কাউন্সিল মেম্বার নানতাশা উইলিয়ামস, কাউন্সিল মেম্বার লিন্ডা লি, নিউজার্সীর কাউন্সিল মেম্বার ড. নুরুন নবী, নিউইয়র্ক সিটি মেয়রের আন্তর্জাতিক বিষয়ক উপ-পরিচালক দিলীপ চৌহান, ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, সিটি মেয়রের এশিয়ান বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান, ডিস্ট্রিক্ট লিডার মোফাজ্জল হোসেন, ডিস্ট্রিক্ট লিডার ডেভিড রিচার্ডস, ডিস্ট্রিক্ট লিডার আলবার্ট বলদেও, ডিস্ট্রিক্ট লিডার প্রিন্সটন, ডিস্ট্রিক্ট লিডার সিং, প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, অনুভা শাহীন প্রমুখ।
এ সময় ‘নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাব’, ‘নিউ আমেরিকান ইয়ুথ ফোরাম’ এবং ‘নিউ আমেরিকান উইমেন্স ফোরাম’ এর সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। এর পর মার্টিন লুথার কিং জুনিয়রের প্রতি সম্মান জানানো হয়।
কমিনিটিতে বিশেষ অবদানের জন্যে অনুষ্ঠানে ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির চ্যান্সেলর আবুবকর হানিপ, খলিল বিরিয়ানী হাউজের স্বত্ত্বাধিকারী মোঃ খলিলুর রহমান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র’র সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুস সালাম, জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন-জেবিবিএ’র সভাপতি মাহবুবুর রহমান টুকু, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মঞ্জুরুল হাসান, ডিএনসি মেম্বার খোরশেদ খন্দকার সহ বেশ কয়েকজনকে ‘বিশেষ সম্মাননা ক্রেস্ট’ ও সাইটেশন প্রদান করা হয়। কমিউনিটি ও মূলধারায় বিশেষ অবদান রাখার জন্য নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাব, ইয়ুথ ফোরাম এবং উইমেন্স ফোরাম’কেও সাইটেশন প্রদান করা হয়। সবশেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
মূলধারার নির্বাচিত প্রতিনিধিরা সুন্দর এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, বহজাতিক এ সমাজে বাংলাদেশ কমিউনিটির কলেবর বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশী কমিউনিটি এখন শক্তিশালী কমিউনিটি। আমেরিকা বিনির্মাণে এ কমিউনিটি অনবদ্য ভূমিকা রাখছে। ভবিষ্যতে বাংলাদেশ কমিউনিটি অনেক দূর এগিয়ে যাবে। তাদের প্রয়োজনে সম্ভাব্য সবকিছুই করব আমরা।
ডেমোক্রেট নেতা মোর্শেদ আলম বলেন, বাংলাদেশি কমিউনিটিকে মুলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে ৩০ বছররের বেশি সময় ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাব। মুলধারার রাজনীতিতে বাংলাদেশি-আমেরিকান প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে আমাদের কঠোর পরিশ্রমের ফল ভোগ করতে শুরু করেছি।
নিউ অ্যামেরিকান ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট আহনাফ আলম বলেন, তিনটি সংগঠনের এই আয়োজন ১১ বছরে পদার্পণ করেছে। এই আয়োজনে মুলধারার রাজনীতিবিদদের সঙ্গে বাংলাদেশি কমিউনিটির সব শ্রেণী-পেশার মানুষকে সম্পৃক্ত করতে পেরেছি। আমাদের তিনটি সংগঠন বাংলাদেশী কমিউনিটি ও মূলধারার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছে। আমাদের প্রত্যাশা এ অগ্রযাত্রায় সকলের অকুণ্ঠ সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।