যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের আরব, বাংলাদেশী, পোলিশ ও আমেরিকানদের শহর হেমট্রামিক সিটি কাউন্সিল প্রাইমারি নির্বাচনে মনোয়নপত্র জমা দিয়েছেন সাংবাদিক ও সামাজিক কর্মী মাহফুজুর রহমান আদনান ।। গত ২২ এপ্রিল মংগলবার বিকেলে তিনি হেমট্রামিক সিটির ক্লার্ক এর কাছে রোটারিয়ান মাহফুজুর রহমান সাপোর্টারস ফোরাম মিশিগানের পক্ষ থেকে তার ফর্ম জমা দেন । কমিউনিটির মানুষের সুবিধা অসুবিধার কথা বলতে মাহফুজ ২০২৫ সালের প্রাইমারি নির্বাচনে প্রার্থী হয়েছেন । বিগত ২০০০ সাল থেকে তিনি দেশে ও প্রবাসে অনলাইনে অফলাইনে সমাজের জন্য কাজ করছেন । নিজের সাধ্য মত চেষ্ঠা করেছেন মানুষের হয়ে কাজ করার । সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠা করেছেন ও দেশের প্রবাসের শুরু থেকে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থেকে কাজ করে যাচেছন ।। বাংলাদেশ থেকে গ্রাজুয়েশন শেষ করে তিনি আমেরিকার বিভিন্ন ইনস্টিটিউট থেকে এবং সারটিফাইড হিউম্যান রাইটস কোর্স এবং ফার্মেসি টেকনিশিয়ান সহ দেশে বিদেশে নানা শিক্ষা বিষয়ক সেমিনারে অংশ নিয়েছেন । সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া শরীফপুর ইউনিয়নে তেলিবিল সরদার বাড়ির সন্তান মাহফুজের কৈশোর কমলগনজের শমশেরনগর শহরে । সিলেটে তার পড়াশোনার শেষধাপ সহ তারুণ্য কাটে । গান কবিতা ও হামদ নাতসগজল লিখে তিনি সকলের কাছে সমাদৃত । তিনি বাপসনিউজ প্রতিবেদককে বলেন,আমি চেষ্ঠা করেছি জীবনের অধিকাংশ সময় মানুষের তরে কাজ করার । রক্তদান কর্মসুচি বৃক্ষরোপণ কর্মসুচি সহ দেশে ও প্রবাসে তিনি অনেক সামাজিক কাজের সাথে জড়িত । তিনি তার জীবনের বাকিটা সময় মিশিগান বাসী ও হেমট্রামিকবাসীর খেদমতে কাজ করতে চান । এজন্য তিনি সকল বাংলাদেশী তথা সাউথ এশিয়ানদের সহযোগিতা কামনা করেছেন । উল্লেখ্য তিনি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের আজীবন সদস্য ।
মিশিগানের হেমট্রামিক সিটি কাউন্সিলে প্রোইমারী নির্বাচনে প্রার্থী হতে মনোয়নপত্র জমা দিয়েছেন সাংবাদিক ও সামাজিক কর্মী মাহফুজুর রহমান
প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৫, ০৭:০৪ পিএম



প্রবাস রিলেটেড নিউজ

লন্ডন বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি সোনিয়া মুন্নি ‘ইয়াং ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত

রিয়েল এস্টেট প্রতারণা : কুইন্সের সংঘবদ্ধ চক্রের গ্রেফতার-১

নিউইয়র্কে বাংলাদেশির বাড়ির আগুনে পুড়ে মরলো ৩ স্পেনিশ

নিউজার্সীতে বিএনপি নেতার সংবর্ধণা অনুষ্ঠিত

বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্কের ট্রাস্টিবোর্ড গঠিত

‘কংগ্রেসনাল প্রক্লেমেশন’ পেলেন গোলাম ফারুক শাহীন

নিউইয়র্ক রিহ্যাব এক্সপো শুরু ২২ আগস্ট

নিউইয়র্কে বাংলাদেশ রেমিট্যান্স মেলার উদ্বোধন