অসৎ ও দূর্নীতিবাজদের মাধ্যমে বাংলাদেশের পাচারকৃত সম্পদ ফেরাতে আমেরিকা প্রবাসীদের সহায়তা চেয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য আইএমএফ সভায় যাওয়ার প্রাক্কালে গত রোববার নিউইয়র্কে অনুষ্টিত মধ্যাহ্ন ভোজে সপরিবারে অংশগ্রহণ করেন গভর্নর। এ সময় তিনি কয়েকজন মিডিয়া ব্যক্তিত্ব, কমিউনিটি নেতা, শিক্ষাবিদ, সমাজসেবী ও ব্যবসায়ী নেতার সাথে খোলামেলা কথাবার্তা বলেন।
বাংলাদেশের পাচারকৃত অর্থ ফেরাতে বিশ্বব্যাপী তাঁর কাযর্ক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন গভর্নর। উপস্থিত নেতৃবৃন্দ বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে তাদের মতামত ব্যক্ত করেন এবং এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক ও সরকারের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
ভোজসভায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান বক্তব্য রাখেন ও লেডি গভর্নর দিলরুবা রহমান দেশের উন্নয়নে মহিলাদের এবং পারিবারিক সহায়তা বিষয়ে তার মতামত ব্যক্ত করেন।
সেন্টার ফর এনআরবি আয়োজিত ভোজ সভায় সভাপতিত্ব করেন এনআরবি চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরী, বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন আফতাব মান্নান, সেক্রেটারি, জেএমসি, ডঃ মহসিন পাটওয়ারী, চেয়ারম্যান, আল মামুর স্কুল, গিয়াস আহমদ, ব্যবসায়ী ও কমিউনিটি নেতা, ডঃ ওয়াজেদ খান, মিডিয়া ব্যক্তিত্ব, আবু তাহের, মিডিয়া ব্যক্তিত্ব, ডঃ শওকাত আলী, শিক্ষাবিদ, খালেদ মহীউদ্দিন, মিডিয়া ব্যক্তিত্ব,সানওয়ার চৌধুরী, ব্যবসায়ী, সামীম আহমদ, কো-ফাউন্ডার অপটিমিষ্ট, নাদের খান , রিয়েলটর, সফিকুল ইসলাম, রিয়েলটর, খলকু কামাল, গবেষক কমিউনিটি নেতা, ময়নুল হক চৌধুরী হেলাল, কমিউনিটি নেতা, সৈয়দা ফাওজিয়া মুন্নী, পেশাজীবী, জিল্লুর রহমান, কমিউনিটি নেতা, ফখরুল ইসলাম দেলোয়ার, কমিউনিটি নেতা, জুলকার হায়দার, কমিউনিটি নেতা, ওয়াসেফ চৌধুরী, ব্যাংকার, জসির, সমাজসেবী, লিটন আহমদ, ব্যবসায়ী নেতা ও তরুণ পেশাজীবী তাহসিন আহমদ।
অনুষ্ঠানে গভর্নর ও ডেপুটি গভর্নরকে সেন্টারের স্মারক প্রদান করা হয় এবং অংশগ্রহণ কারীগন দেশের কাজে গভর্নরের সফলতা কামনা করেন।
পাচারকৃত বাংলাদেশের সম্পদ ফেরাতে প্রবাসীদের সাহায্য চাই -নিউইয়র্কে গভর্নর ড. মনসুর
প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৫, ০৭:০৪ পিএম



প্রবাস রিলেটেড নিউজ

নিউইয়র্কে জমকালো আয়োজনে চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র বৈশাখী উৎসব ও ঈদ পুনর্মিলনী

নিউজার্সীতে বিএনপি নেতা ছুফি চৌধুরী সংবর্ধিত

নিউইয়র্ক স্টেট সিনেট ও অ্যাসেম্বলি হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৮ এপ্রিল

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ১২ সদস্য বিশিষ্ট নতুন ট্রাস্টি বোর্ড গঠিত

গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সি’র নতুন কমিটির বর্ণিল অভিষেক ও ঈদ পুণর্মিলনী

নিউইয়র্কে জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের বৈঠক : পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

মিশিগানের হেমট্রামিক সিটি কাউন্সিলে প্রোইমারী নির্বাচনে প্রার্থী হতে মনোয়নপত্র জমা দিয়েছেন সাংবাদিক ও সামাজিক কর্মী মাহফুজুর রহমান

লন্ডন বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি সোনিয়া মুন্নি ‘ইয়াং ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত